ওরা আসছে। আমি টের পাচ্ছি ওদের ধেয়ে আসা। উন্মত্ত মাতালগুলো এক্ষুণি আঘাত হানবে আমার ওপর। প্রথমে একটি, তারপর দু’টি, তারপর তিনটি করে আসে ওরা। হুল ফোটায়, বিষাক্ত আলিঙ্গনে আহত করে আমাকে।
ওদের ছোবলে, কামড়ে ক্ষয় হতে থাকি আমি। অসহ্য যন্ত্রণায় কাতরাই। সমস্ত শক্তি দিয়েও ওদের আক্রমণ এড়াতে পারি না আমি। ক্রমেই ওরা সংখ্যায় বাড়তে থাকে, বাড়তে থাকে ওদের কামড়। আমার শরীর থেকে বুনো আক্রোশে মাংস খুবলে খেতে থাকে ওরা।
আর ওদের বিজয়োল্লাসের নিচে অবিরাম লাশ হতে থাকি আমি। মৃত্যুর অন্ধকার পর্দা ঘনিয়ে আসে...
ওই আসছে ওটা। দারুন একটা ভোজ হবে আজ। আয় তোরা। আমি প্রথমে এগিয়ে যাই অন্ধটার দিকে।
ওর মাথায় আঘাত করি সজোরে। এরপর গ্রীবা, আর...আরো নিচে নামতে থাকি আমি। সবাই মিলে ওটাকে ধরাশায়ী করে ফেলি। আর্তনাদ করতে থাকে ওটা। রক্তপিয়াসু হানাদার আমরা, মাংস ছিঁড়ে খাই বুনো উল্লাসে।
মরণযন্ত্রণায় ছটফট করতে থাকে ওটা, অবশেষে হার মানে বিষাক্ত ছোবলের কাছে। ওকে পুরোটা নিঃশেষ করে ক্ষান্ত হই আমরা...
বাড়ি ফিরছিলাম। হঠাৎ দেখি রাস্তায় একটা কেঁচো... ধীরে ধীরে এগুচ্ছে সামনে। লাল পিঁপড়ের সারিটা ছিল ঠিক ওটার পথেই। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জীবজ বাস্তুসংস্থানের বীভৎস দৃশ্যটা দেখতে হলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।