আমাদের কথা খুঁজে নিন

   

রাধা

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ
রাধা একজন শিল্পীকে বারবার ডিফাইন করতে হয়; যা সে দেখে-সেসব। অথবা, যা সে শোনে -সেসব। শিল্পী যদি চিত্রকর হন তো তার মাধ্যম রং-তুলি; শিল্পী লেখক কিংবা কবি হলে শব্দ; শিল্পী সংগীতশিল্পী হলে স্বর ...সে যাইই হোক ...শিল্পী কে বারবার ডিফাইন করতে হয়- যা সে দেখে-সেসব। আনন্দশঙ্কর, ইনসট্রুমেন্টাল মিউজিকের জীবনানন্দ-তেমনি ডিফাইন করেছেন রাধা-কে। আনন্দশঙ্কর ডাউনলোড লিঙ্ক http://www.mediafire.com/?zmgyjyz3o1i রাধা আনন্দশঙ্করের "অর্পন" অ্যালবামের একটি ট্র্যাক ...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।