অরূপ রাধা আজম মাহমুদ নৌকার গুলোই ধরে বসে আছি অবাধ্য-অবুঝ ছেলের মতো এই ঘাটে নামবোনা তাই, মাঝির শত অনুরোধ আর রক্তচক্ষু শাসন গর্জন কিছুই কানে ঢোকে না, আমি শেষ ঘাট অব্দি পৌঁছুতে চাই- পকেটে নিয়ে দুই টাকার একটা নোট। ওরা সব বোঝে, বাতাসের দিক পরিবর্তন, উজান-ভাটির স্রোত, সন্ধ্যা এবং রাতের পার্থক্য, শুধু বোঝে না আমাকে পৌঁছুতেই হবে সে ঘাটে- যেখানে আমার জন্য জন্মজন্মান্তর অপেক্ষা করে আছে আমার প্রেমময়ী অরূপ রাধা। ২৭.১০.২০১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।