আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের পুলিশ বোকা এবং লম্পট

আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...

বাংলাদেশের পুলিশ প্রসাশন লেভেল থেকে শুরু করে অফিসার, ছোট কামলা সবই একেবারে বোকা। বুঝে এবং না বুঝে আকাম করে। প্রায়ই দেখা যায় একজন বড় চোর নেতা বা নেত্রী ধরা পড়লে আদর যত্ন করে থানায় রাখে আর স্যার স্যার , ম্যাডাম ম্যাডাম করতে করতে পেশাব করে। এদিকে সাধারন একজন মেয়ে বা ছেলে ধরা পড়লে , মেয়েটাকে ধষ`ন করার চেষ্টা করে আর ছেলেটাকে মেরে ফেলার চেষ্টা করে। এমন অনেক প্রমান আছে থানায় নিযা`তনের এমন কি মৃত্যুর।

আর কোন শিক্ষক বা ভাল মানুষকে লাথি গুতার শেষ নেই। যেমন কিছুক্ষন আগে দেখলাম ব্লগে একজনের লেখা কলামে। ব্যাটারা বাংলাদেশের পুলিশ জাত এটা বুঝেনা কার উপর কিভাবে চড়াও হতে হবে। আর আমার জানা ঘটনা গ্রামে আসামী ধরতে গিয়ে, বৃদ্ধ মানুষের হাটু ভেংগে ফেলেছে তার গ্রামের আসামী ধরিয়ে দেওয়ার জন্য। এমনকি আসামীর বাড়ী চেনিয়ে দেওয়ার জন্য প্রবেশ ধমক খেতে হয় গ্রামের সাধারন মানুষের।

শিক্ষক পিটিয়ে একটি জাতি কিভাবে উপরে উঠবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.