আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না।"কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ।"
চিবুক বেয়ে জলটুকুন পড়ছে
অন্জন-স্নাত-ভ্রুদেশ
কপোলের মিহি লোমকূপ জানে তার মাহাত্ম্য
কান্না হাসি আমাকে দেখেই,
জানো,
জন্ম থেকেই দায়ী আমি।
নির্জনে তোমার বক্ষে
সাদা পুরুষ আমি
গোপনে শয়নে মনণে
লুকোচুরি দুষ্টুমিতে
আমার আহল্লাদ
তোমার পণভঙ্গের মাশুল।
'আমার স্বপ্নে অসামান্যা তুমি'
যৎসামান্য রূচী ভিত্তিক সংসারে
হাঁপানো ইচ্ছা,তোমার চাওয়া পাওয়াতে
বড্ড বেমানান,
আমি ধরে বসে থাকি হাজার বছরের অন্ধকার।
ধারে জড়োয়ার আলোই কয়দিন চলা যায় !
নি:সীম ভালোবাসা নোঙ্গরে টান খায়,
হা:পিত্যেশ আর হা:পিত্যেশ।
পাখিকে বললাম 'তুমি মুক্ত'
খোলা আকাশ উড়তে পার
ঐ যে মেঘের দেশ,সুখের দেশ
কষ্ট তোমায় ছোঁবে না সেখানে
জ্বলবে কেন এই দু:খ-বুকে !
পাখি বলে....................
'আমি এখন আর উড়তে পারি না,
চাই ও না',
কিন্ত কেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।