আমাদের কথা খুঁজে নিন

   

এরিক ক্লাপটন: টিয়ার্স ইন হেভেন ...

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
এরিক ক্লাপটন। বৃটিশ ব্লুজ-রক গিটারিস্ট/গায়ক/গীতিকার এবং কম্পোজার। খ্যাতির চূড়ায় যেমন আরোহন করেছেন-তেমনি বরণ করতে হয়েছিল পুত্রশোকের মতন অনিবার্য দুঃখকেও ...।

১৯৯১ সাল। ২০ মার্চ। নিউ ইয়র্ক শহর। চার বছর বয়েসি একটি ছেলে ৫৩ তলা থেকে পড়ে যায়। মৃত্যু অনিবার্য ছিল।

ছেলেটির নাম ছিল কনর। বাবা এরিক ক্লাপটন। কনরকে ভীষন ভালোবাসতেন ক্লাপটন; গভীর শোকে নিমজ্জিত হলেন ...। তারপর শোক কাটিয়ে ক্লাপটন লিখলেন: Would you know my name If I saw you in heaven Will it be the same If I saw you in heaven I must be strong, and carry on Cause I know I don't belong Here in heaven Would you hold my hand If I saw you in heaven Would you help me stand If I saw you in heaven I'll find my way, through night and day Cause I know I just can't stay Here in heaven Time can bring you down Time can bend your knee Time can break your heart Have you begging please Begging please (instrumental) Beyond the door There's peace I'm sure. And I know there'll be no more... Tears in heaven Would you know my name If I saw you in heaven Will it be the same If I saw you in heaven I must be strong, and carry on Cause I know I don't belong Here in heaven Cause I know I don't belong Here in heaven গানটি লিখে সুর করলেন ক্লাপটন। আরেকজন প্রখ্যাত মার্কিন গীতিকার-উইল জেনিংস-গানটি লিখতে ক্লাপটনকে সাহায্য করেছিলেন।

গানটির নাম দিলেন: “টিয়ার্স ইন হেভেন। ” বিশ্বজুড়ে শ্রোতারা আন্তরিকভাবে গানটিকে গ্রহন করে। গানটির জন্য তিন তিনটে গ্র্যামি পুরস্কারও অর্জন করেন ক্লাপটন। কোরিও বালক-গিটারিস্ট সুংঘা জুং-এর বাজানো “টিয়ার্স ইন হেভেন”-এর ইমপ্রোভাইজড সুর। বিশ্বজুড়ে গানটির জনপ্রিয়তার প্রমাণ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.