বাংলা ব্লগ পড়তে পড়তে গেলো খব ভালো লেগে। কিন্তু শুধু পড়ে আর মন্তব্য করতে দিচ্ছেনা; তাই লেখাও শুরু করতে হলো।
আমি তেমন লিখতে পারিনা ব্লগ এ তাই লিখার চেয়ে কমেন্ট ই বেশি করা হয় মনে হয় যে পোস্ট না কইরা ,এই ভাবে কমেন্ট কইরা বহুত টাইম সেভ হয় আদতে কোনো টাইম ই সেভ হয় না সারা দিন ই ব্লগ ই পইরা থাকি
যাক কি মনে কইরা আজকে একটু লিখার ইচ্ছা জাগলো
আমার এক ফ্রেন্ড ওর একটা কনফারেন্স পেপার প্রেজেন্ট করতে গেছে জাপানে। কনফারেন্স টা এটেন্ড করার পিছনে একটা প্রেরণা ছিলো এরিক ডেমেইন এর সাথে সাক্ষাত। ঐখানে এই লোকের ও একটা পেপার আছে ।
এইখানে দেখুন
উনার ওয়েবপেজ
আসল কথা এইটা না। এই লোক এর প্রোফাইল টা দেখেন।
হোম স্কুলড,১২ বছর বয়স এ ইউনি তে ঢুকছেন,১৪ বছর এ বেচেলর ডিগ্রী, ২০ বছর বয়স এ MIT ফেকাল্টি হওয়া
এদের দেইখা মাঝে মাঝে মনে হয় কই আছি আমরা ?
কেমনে সৃষ্টি হয় একজন এরিক ডেমেইন এর ?
ব্লগ এর অনেকেই বিশ্বের অনেক ভালো ভালো ইউনিতে আছেন অনেক ভালো ভালো ফেকাল্টির সান্নিধ্যে ও মনে হয় আসছেন ।
নিজেদের ফিল্ড এর কিংবা পরিচিত এরকম ফেকাল্টি কিংবা ক্লাসমেট এর কথা তুইলা ধরলে অনেকের মধ্যে ভাল কিছু করার ইন্সপিরেশন যেমন আসবে তেমনি অন্তত এই বোধ টা সৃষ্টি হবে অনেক কিছুই করার আছে, সৃষ্টিশীলতার অনেক দিক ই আছে। অনেক দিকনির্দেশনা ও তারা পাবেন।
এইটাই বা কম কি ?
আমি গুছিয়ে লিখতে পারিনা । অগোছালো লিখা কাউকে বিরক্ত করে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।