অনুসন্ধান, ভিডিও, ভাষান্তর সব ক্ষেত্রেই গুগল এখন মানুষের নিত্যসঙ্গী। বিশ্বের প্রায় সব দেশেই গুগলের অস্তিত্ব রয়েছে। সম্প্রতি গুগলের চেয়ারম্যান এরিক স্মিড গুগলের ভবিষ্যত্ সম্পর্কে ইন্ডিয়া টুডেকে একটি সাক্ষাত্কার দিয়েছেন। এরিক স্মিডের ভাষ্য হচ্ছে, ইন্টারনেট ব্যবহারকারীর সঙ্গী হবে গুগল। বলার আগেই মনের ভাষা বুঝে ফেলবে অনুসন্ধিত্সু গুগল।
এরিক স্মিড ও গুগল
ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাত্কার গুগলের প্রেসিডেন্ট নিজের জীবনের বিভিন্ন প্রসঙ্গ তুলে আনেন। বর্তমানে গুগলের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকা স্মিড এক দশকেরও বেশি সময় ধরে গুগলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে সফটওয়্যার প্রকৌশলী স্মিড গুগলের চাকরি নিতে এসে তাঁর প্রথম সাক্ষাত্কারের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেছেন, তাঁর চেয়ে বয়সে ছোট গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের সামনে তিনি সাক্ষাত্কার দেন। সাক্ষাত্কারের সময় তাঁর জীবনবৃত্তান্ত প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শিত হতে থাকে আর প্রতিটি বিষয়ে খুঁটি-নাটি অসংখ্য প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকেন ল্যারি পেজ ও ব্রিন। বয়সে স্মিডের চেয়ে ছোট দুই গুগল প্রধানের সঙ্গে ভিডিও স্টোরেজ সম্পর্কিত প্রযুক্তি ‘প্রক্সি কেস’ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা চলে।
দীর্ঘ সাক্ষাত্কার পর্ব শেষে তবেই গুগল সামলানোর দায়িত্ব পান এরিক স্মিড। এ প্রসঙ্গে এরিক স্মিড বলেন, সাক্ষাত্কার পর্বেই যতো আলোচনা হয়েছিল তারপর দীর্ঘদিন আর অতো আলোচনা করা প্রয়োজন পড়েনি। তবে গুগলে দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করতে করতে প্রতিষ্ঠানটিকে সামনে এগিয়ে নিয়েছেন তিনি।
গুগল ও অনুসন্ধান
গুগল নামের সমর্থকই হয়ে দাঁড়িয়েছে সার্চ বা অনুসন্ধান। অনুসন্ধান বা সার্চ সেবা প্রসঙ্গে গুগলের চেয়ারম্যানের অভিজ্ঞতার ঝুলিও পরিপূর্ণ।
গুগলের অনুসন্ধান সেবা প্রসঙ্গে তাঁর মন্তব্য হচ্ছে, গুগল সার্চে সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করাটা অধিক গুরুত্বপূর্ণ। মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সংগতিপূর্ণ প্রশ্নগুলো গুগলে সার্চ দেওয়ার সময় সঠিক প্রশ্নটা উপস্থাপন করলেই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। জনপ্রিয় মিডিয়াগুলো যখন গুগল সার্চের সঙ্গে যুক্ত হতে শুরু করে তখন থেকেই গুগলের তথ্যের গুরুত্ব উপলব্ধি করেন তিনি। বর্তমানে গুগলের লক্ষ্য হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীর ব্যক্তিগত সহকারী হওয়া। ব্যবহারকারীর কাছে অজানা তথ্যের জোগান দেওয়া, যেকোনো উপায়ে দ্রুততার সঙ্গে ব্যবহার কারির প্রয়োজনীয় ও সংগতিপূর্ণ অনুসন্ধান তথ্য হাজির করাই গুগলের লক্ষ্য।
অবাধ তথ্য প্রবাহে গুগলের ভূমিকা
গুগলের চেয়ারম্যান জানান, অনেক দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুগলের তথ্য প্রবাহে সীমাবদ্ধতা বা মুক্ত তথ্যের বিতরণে বাধা হয়ে দাঁড়াতে চায়। তবে গুগল যে মূলনীতিতে বিশ্বাস করে তা হচ্ছে, মানুষের পছন্দসই বিষয়গুলোর অবাধ প্রবাহ এবং সেগুলোতে ব্যবহারকারীর খোঁজ করার বাধাহীন প্রয়াস।
সবার জন্য গুগল
গুগল কেবল ইংরেজি জানা শিক্ষিত লোকদের জন্যই নয়। এরিক স্মিড বলেন, যদিও এখন পর্যন্ত গুগলকে সবার জন্য একই ভাষায় আনা সম্ভব হয়নি তারপরও গুগলের ভাষান্তর সেবার মাধ্যমে সবার বোধগম্য করে তোলার সুবিধা যুক্ত করা হয়েছে। এটা কেবল কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের ফলে সম্ভব হয়েছে।
আগামী কয়েক বছরের মধ্যেই হয়তো দেখা যাবে ইংরেজি ভাষা জানেন না এমন ব্যক্তিরা গুগলের ফোনে কথা বলে তার নিজের ভাষায় উত্তর পাচ্ছেন। যে ভাষাগুলোতে বেশির ভাগ মানুষ কথা বলেন গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা আগে সে ভাষাগুলোর জন্যই প্রযোজ্য হবে। এ ছাড়াও গুগল বর্তমানে বর্ণ চেনার, চিত্র ও কথ্য ভাষা শনাক্তকরণ প্রযুক্তি নিয়েও কাজ করছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।