কত আজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই দূরকে করিলে নিকট,বন্ধু, পরকে করিলে ভাই।
ঘুমের মধ্যেই স্বপ্নের মত মনে শধু বাজছে --- পাখি আজ কোন সুরে গায়--
ঘুম ভেঙ্গে আজ জেগেই দেখি শিশির ভেজা ঘাসে
সারা রাতের স্বপ্ন আমার মিঠেল রোদে হাসে।
চোখ মেলতেই দেখি সূর্যটা খলখলিয়ে হাসছে। চারিদিকে আলোর বন্যা। নিম গাছের ঝিরি ঝিরি পাতার ফাঁক দিয়ে আলো এসে পড়েছে আমার বারান্দায়।
চির চেনা বারান্দাটা আজ অন্য রকম লাগছে। কিসের ছোঁয়ায় ওর রূপ যেন বদলে গেছে।
বারান্দা থেকে তাকালাম পুকুরের দিকে। মৃদু মন্দ বাতাসের সাথে পুকুরের পানি ঢেউ তুলে চলছে আর তারি উপরে সূর্যটা লাল আবীর ছড়িয়ে আড়মোরা ভেঙ্গে উঠছে। ছোট ছোট ঢেউগুলির উপর সূর্যের আলো নেচে নেচে চলছে ইরানী বালিকার মত আর সেই আলোক ছটায় আমার চারপাশ তৈরী করেছে এক বর্ণীল আবহ।
একটা রঙ্গীন প্রজাপতি মাধবীলতার ঝুলন্ত মাধবী ফুলগুলির সাথে লুকোচুরি খেলায় মত্ত। ফুলগুলিই পেরে উঠছে না প্রজাপতিটার সাথে। আমাকে দেখে ডাক দিয়ে বলল-- এই দেখো না, ও কেমন দুষ্টামী করছে? বলেই খিল খিল করে হেসে উঠল।
আমি পা বাড়ালাম বাগানে। রাস্তায় দাঁড়িয়ে পরলাম।
অবাক হয়ে দেখি বাগানে ঘুঘু, শালিক, গুই শালিক, চড়ই, বুলবুলি, ফিঙ্গে, কাঠঠোকরা পাখিরা সব জোড় বেধে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর গান গাইছে। গোলাপ গাছের পাতার নিচ থেকে একটা টূনটুনি ঘাড় তুলে আমাকে দেখে সাথীদের কি যেন বলল? আর সব গুলি পাখি এক সূরে ধরলো তান।
কি হয়েছে আজকে, কেন এত আলো, এত হাসি, চারিদিকে এত ভালো লাগা। যেন নির্ঝরের স্বপ্ন ভঙ্গ হয়েছে। আজি এ প্রভাতে রবির কর
কেমনে পশিল প্রানের পর--
শরত এসেছে ধরায়।
মাথার উপরে উজ্জ্বল নীলাকাশ, মাঝে মাঝে সাদা মেঘ ভেসে যায়। পায়ের নিচে সবুজ ঘাস শিশিরে স্নাত। পা দুটি ধুইয়ে দিল শিশিরের পবিত্র জল। আমি যেন নির্মল হলাম, শুদ্ধ হলাম, বিকশিত হলাম আপন আলোয়।
মোর বীণা উঠে কোন সুরে বাজি???????---
মনে পড়ল রাত ১২টা ১ মিনিটে আসা একটি এস এম এস যা আমার চিরচেনা পৃথিবীটা বদলে দেবার উৎস-
Mom , my mom—my loving mom, you are my best friend and you are the best mother in the world. Take a basket of flowers and a great puppy from me. Wish no evil touch you.
Happy birthday mom.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।