জয়বাংলা তুই একাত্তরে ছিলি মোদের প্রাণ বেয়াল্লিশ সাল কোথায় ছিলি কী ছিলো তোর হাল । রণাঙ্গনে মুক্তিযোদ্ধা করতো যখন রণ বুকে সাহস যুগিয়ে তুই দিয়ে গেছিস পণ । আমরা তোকে হারিয়ে ছিলাম চোখে এলে ঘুম সেই সুযোগে লীগের লোকে করেছিলো গুম। লীগের ঘরে কেমন ছিলি কেমনে কাটতো দিন অনেক রোগা লাগছে তোকে দেখছি অনেক থীন । তের সালে নবীনেরা খুঁজে তোকে পায় আকাশের চাঁদ হাতে পেয়ে জয়বাংলা ফের গায় । তোর সাহস আর শক্তি কত দেখছে জনগণ তোকে কী আর ছাড়তে পারি জীবন মরণ পণ । ঘুচুক তব রাজনৈতিক রূপ হোক এর সমাধান জয়বাংলা হোক জন-সম্পদ জাতীয় শ্লোগান ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।