ইদানিং বাংলাদেশের টিভি টক্`শো গুলোতে তুমুল আলোচনা চলছে, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক আরাফাতের এক যুক্তি নিয়ে, বিএনপি নেতা আখতারুজ্জামানের সঙ্গে কথোপকথন দিয়ে। দুই মাস আগে অঞ্জন রায়ের একটা টক শোতে আরাফাত বলছিলেন 'যারা জয় বাংলাকে আলিঙ্গন করতে পারেন না আমার কষ্ট হয় তাদের মুক্তিযোদ্ধা বলে মানতে' যথেষ্ঠ বিনয়ের সঙ্গে আরাফাত বলছেন যে আমি কাউকে হার্ট করতে বলছি না, কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, এটা আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি। এরপর আখতারুজ্জামানের হাউকাউ শুরু, অ্যাজ ইফ আরাফাত মুক্তিযোদ্ধাদের গালি দিছেন। ব্লগার অমি রহমান পিয়াল ও দারুন স্বরব এব্যপারটি নিয়ে।
১৯৭১ সনের মুক্তিযুদ্ধের পটভূমিতে আমারও মতামত হলো : মুক্তি যুদ্ধের একমাত্র ইনসপিরেসন ছিল "জয়বাংলা" স্লোগান এই স্লোগানকে ধারণ করেই আমরা যুদ্ধ করেছি, ঝাঁপিয়ে পরেছি শত্রুদের ঘাঁটিতে, আম্বুশ এর পরে রেইড করেছি জয়বাংলা বলেই. এই স্লোগান বন্দুকের গুলির মতই কাজ করেছে সেসময় আমাদের চেতনায়, ১৯৭৫ এর পরে বাংলাদেশ জিন্দাবাদ কে জাতীয় স্লোগানে পরিনত করার মিথ্যা চেষ্টা চলেছে ২১ টি বছর, আমরা আমাদের ইনসপিরেসন আবার ফিরে পেয়েছি, এই স্লোগান কে লালন করার দায়িত্ব আরাফাতের মত আমাদের সবার।
ফাল্গুনের রক্তিম শুভেচ্ছা রইলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।