বিজয় মাসে বিজয় নিশান উড়িয়ে দে তোরা আমার মায়ের নীল শাড়িতে রক্ত মাখছে ওরা। জয়বাংলা জয়বাংলা রবে কাঁপিয়ে উঠুক গাঁ বলতে তোদের বাঁধলে মুখে যেদিকে ইচ্ছে যা । পাকিস্তানী স্বৈরশাসক ভয় করতো শ্লোগানে জয়বাংলা শুনিলে তাদের তালি লাগতো কানে। আজও তাদের জয়বাংলাতে রইছে যে অরুচি তবু কেন বাস করতে চায় জানিয়া অশুচি । বাংলা স্বাধীন করতে যারা প্রাণ দিল অকাতর তাদের ত্যাগ প্রাণ বিসর্জন ছিল অমানবেতর। মানবতার অপরাধে বিচার করছে মোর দেশ কেন তোমরা তুলছো তবু নেই সুস্থ পরিবেশ। বাংলাদেশী না বাঙালী হোক না স্পর্শকাতর তোমরা কারা প্রশ্ন তুলো নির্লজ্জ মীরজাফর ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।