একদিন যে খুব গভীরভাবে শিখিয়েছিল
নতজানু হয়েও বাতাসে হাঁটবার অভিনয়,
সেই গোপনে ফুটিয়েছিল চোখের বাগানে মাটির গোলাপ ।
একদিন যার পদচিহ্ন দেখিয়ে দিয়েছিল রংধনু সংসারের পথ,
যার শরীরের আলপনারা শিখিয়েছিল কিভাবে
মুক্ত করতে হয় খাঁচায় বন্ধি যত প্রিয় অহংকার
সেই তার শরীরের জলে গন্থব্যহীন ভাসিয়েছিল এক প্রেমিক ।
একদিন যার ভবিষ্যত স্বপ্নগুলো সাজাবার লুকানো ইচ্ছেগুলো
পিঁপড়ার মতন দলবেঁধে বাহিরে বেরিয়ে এসেছিল,এবং সেই
তার নির্জন গুহা কিংবা প্রেমিকের নিরব আত্নহুতি অক্ষত রেখেছিল
যেমনটি সে এবং তার প্রেমিক পুরুষ চেয়েছিল তাদের প্রথম চুম্বনে ।
তারপর তার গোলাপ এবং তার শরীরের জল
পাহাড়ের চুঁড়ায় বাস করা মেঘ কে আপন করে নিল ।
আমি দুর থেকে চেয়ে দেখলাম
আমি দুর থেকে চেয়ে দেখলাম -
নিঃসঙ্গ কাদামাটিতে পড়ে আছে আলতা পায়ের দানা দানা ছাপ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।