আমাদের কথা খুঁজে নিন

   

আমাকে সাঁতার শেখাতে চায় নিলনদ । কবিতা

পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত

বৃত্তের বাইরে এসে পড়েছি বিপদে; এত বিশাল পরিসীমা ঘোরা আমার কাজ নয়। কেন্দ্রই আমার পরিপূরক, যার চেয়ে ক্ষুদ্র আমি; কেন্দ্রীয় শাসনই আমার জন্য ভালো। ভাবতে কার না ভালো লাগে-পেয়ারার মতো গোলাকার: নাভিতে যার এক দৌড়; অথচ কী ভুলই না ঘটে গেল বৃত্ত ভেদ করে; এখন কেন্দ্র ছুঁতে আমিই ঘুরছি বমবম। উন্মুক্ত উদোম অভিভাবকহীন এই আমাকে টানছে তাবত পৃথিবীর কেন্দ্রীয় সরকার; আমাকে টানছে মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা; আমাকে সাঁতার শেখাতে চায় নিলনদ; আমার কেন্দ্রাতীত নৃতাত্ত্বিক ইতিহাস-পাললিক হৃতপিণ্ডে তারা গড়তে চায় পিরামিড। আমাকে টানছে ফুজিয়ামার জলন্ত ঠোঁট, মক্কার উন্মুক্ত ময়দান, শয়তানের প্রতীকী শরীর; তৃতীয় বিশ্বের খুদ-পিপাসার বৃত্ত বিচ্ছিন্ন মডেল; আমি আমাকে টানছে মিসেল ওবামা; ম্যাডোনার জমকালো স্টেজে মডেল সাজাতে আমার ঝুঁটি ধরে চলছে তুমুল টানাটানি। আমাকে টানছে সালভাদরের তুলি, পাবলোর ক্যানভাস, সোফিয়া লরেনের অতৃপ্ত জীবন। বিপন্ন নদী বিধ্বস্ত সবুজ বিদীর্ণ দিগন্তের মডেল আমি; আমাকে টানছে হিম এন্টার্টিকা; বৃত্তের বাইরে এসে বিপন্ন আমি; এত বিশাল পরিসীমায় হাঁটার সাহস ব্রহ্মারও ছিল না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.