আমাদের কথা খুঁজে নিন

   

সেমি লং কামিজই সেরা!

ফেসবুক আইডি:নাই
এবারের ঈদে কামিজের দৈর্ঘ্যর বিচার করছেন ডিজাইনাররা। তারা বলছেন, সেমি লং কামিজই সেরা! এবার মেয়েদের সালোয়ার-কামিজই থাকছে পছন্দের পোশাক। গতবারের ট্রেন্ড এবারও থাকছে। কাটিং ও ডিজাইনে আনা হয়েছে পরিবর্তন। চলেছে পরীক্ষা-নিরীক্ষা ।

বেশ কিছুদিন ধরে সালোয়ার-কামিজে যে ফ্লোরাল মোটিফ চলছে তার রাজত্ব বজায় থাকছে এবারের ঈদে। জানালেন ফ্যাশন ডিজাইনাররা। তাদের ভাষায়, কাপড়ে সাধারণ ও আকর্ষণীয় ভাব আনতে ফ্লোরাল মোটিফের কোনো বিকল্প নেই। তবে ডিজাইনে ঈদ উপলক্ষে এসেছে কিছুটা নতুনত্ব। ফুলেল নকশার কাপড়ে সাদা সুতা দিয়ে হালকা এমব্রয়ডারির জায়গায় গর্জিয়াস লুক আনার জন্য করা হচ্ছে ভারী এমব্রয়ডারির কাজ।

দেশের প্রতিষ্ঠিত ডিজাইনারদের মতে, এই ঈদে কামিজের হাতা থ্রি-কোয়ার্টার থাকছে। তরুণীরাও এটি পছন্দ করছেন। সঙ্গে থাকছে ভ্যালু এডিশনে কুচি, পাইপিনের ব্যবহার।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।