সম্প্রতি কিছু পর্যবেক্ষণ থেকে আমার মনে হয়েছে মানুষের বিভিন্ন ইন্দ্রিয়ের মধ্যে একটি আনুপাতিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্কগুলো সম্পর্কে এখানে তুলে ধরছি। আর কেউ কি এমনটি লক্ষ্য করেছে?
ব্যক্তি বিশেষে দেখা যাবে, কেউ কেউ বিভিন্ন উপভোগ/ভক্ষনের সময় প্রথমে উপভোগ্য বিষয় বা ভোগ্য বিষয়ের চেহারা দেখতে চায়। স্পষ্টতই এদের চোখগুলো যেন একটি অতিরিক্ত স্বাদ গ্রহণের অঙ্গ হিসেবে কাজ করে। এরা চোখ বন্ধ রেখে কখনও কোন কিছুর স্বাদ আস্বাদন করতে পারে না।
চোখ বেধে দিলে অন্য ইন্দ্রিয়ের সাহায্যে উপভোগ্য কোন কিছু উপভোগ করতে পারে না। সুতরাং, এদের (মানুষের) চোখ এবং অন্য যে কোন ইন্দ্রিয়ের মধ্যে ব্যাস্তানুপাতিক শক্তি সম্পর্ক বিদ্যমান থাকে। অর্থাৎ, কোন ব্যক্তির চোখ যত শক্তিশালী তার অন্য ইন্দ্রিয়গুলো সেই হারে তত দুর্বল।
বিশ্বাস না হয় নিজেই একবার যাচাই করে দেখতে পারেন।
যাচাই করা হলে, ব্লগে জানালে আমরাও উপকৃত হবো।
উপরোক্ত শক্তি সূত্র যদি সত্যি হয়, তবে তার নানাবিধ গুরুত্বপূর্ণ প্রয়োগ থাকবে। যা দিয়ে আমরা অনেক কিছুর প্রকৃতি নির্ণয়ে সক্ষম হবো। ধারাবাহিক মন্তব্যের মধ্যে সেসব নিয়ে আলোচনা করা যাবে ইনশা আল্লাহ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।