যদি কখনও সুযোগ পাই, সাত বাজারের চুড়ি এনে দেব, যত্ন করো!
প্রথমে হেডিংটা পড়ে একটু চমকে গেছিলাম! মাননীয় প্রধানমন্ত্রী এইটা কি বলেন!!! পুরো খবরটা ভাল করে পড়ে একটু হাঁফ ছেড়ে বাঁচলাম মনে হয়। যাক বাবা অল্পের উপর দিয়ে গেল। আপাতত এর চেয়ে বেশী কিছু আর করতে হবে না। ফলে আমাদেরকেও এর চেয়ে বেশি কিছু আর দেখতে হবে না। কিন্তু যদি এর চেয়ে বেশী কিছু করতে হত বা দেখতে হত, তাহলে কেমন হত?
লিংকটা এখানেই আছে।
একবার পড়ে দেখুন!
রমজান মাসে প্রধানমন্ত্রী স্যুট-কোট কিংবা ফুল-হাতা শার্ট না পরে হাফ-হাতা শার্ট পরার নির্দেশ দিয়েছেন। আরও কিছু নির্দেশ আছে যেমন এসি বন্ধ রেখে শুধু ফ্যান চালাতে, দিনের বেলা লাইট বন্ধ রাখতে ইত্যাদি। এগুলো নিঃসন্দেহে ভাল নির্দেশ। বিদ্যুৎ সাশ্রয় এবং সংযমের মাসে আমাদেরকে, বিশেষ করে সরকারী কর্মকর্তা এবং কর্মচারীদেরকে সংযমী করে তুলবে। কিন্তু হাফ-শার্ট রহস্যটা কিছুটা গোলেমেলে লাগছে।
যুক্তি হচ্ছে হাফ-শার্ট পরলে গরম কম লাগবে এবং এসি ফ্যানের হাওয়াও সেক্ষেত্রে কম লাগবে, এক্ষেত্রে বিদ্যুৎ বেচে যাবে।
বাহ! কি সুন্দর যুক্তি, আমি মুগ্ধ, অভিভুত!!!! হাফ-শার্ট পরে বিদ্যুৎ সাশ্রয়, থিসিসের নতুন টপিক এবং আরেকটি ডক্টরেট ডিগ্রি পাওয়ার জন্য তিনি একধাপ এগিয়ে গেলেন।
আচ্ছা, শুধু হাফ শার্ট কেনো, আরও অনেক কিছুই তো করা যায়, যেমন হাফ প্যান্টও যদি পরে আসে অফিসে লোকজন, তাহলে তো ফ্যান টোটালি বন্ধ রাখলেই চলবে। নিদেন পক্ষে থ্রি-কোয়ার্টার প্যান্ট পরে আসতেই পারে! আবার কেউ চাইলে শুধু সেন্টো গেন্জি আর আন্ডুয়ার পরে আসলেও ক্ষতি নেই... কি বলেন!
তবে মহিলা র্ককর্তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবেই বইকি! তাদের জন্য কি করা যায় একটু ভেবে দেখবেন কি???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।