আমাদের কথা খুঁজে নিন

   

সদাচারণ ৩ : কথায়



সদাচারণের প্রথম প্রকাশ ঘটে আমাদের কথায়। কথা বলা আমাদের পারম্পরিক ভাব বিনিময়ের প্রধান মাধ্যম। কথা ভালো হতে পারে আবার খারাপ হতে পারে। ভালো কথা সুন্দর কথা অপরকে যেমন প্রভাবিত করে, তেমনি খারাপ কথা বাজে কথাও অন্যকে প্রভাবিত করে। একটু ভাবুন তো আপনার এক আপনজন আপনাকে ছোটবেলায় কাধে হাত রেখে বলেছিল- এই ছেলেটা জিনিয়াস।

সেই কথাটি আপনার মনে কিভাবে গেথেঁ আছে। আর আরেকজন আপনাকে গালি দিয়েছিল , সেটাও আপনার মনে গেঁথে আছে। দুটো কথাই যখন আপনার মনে উদয় হয় তখন দুটো কথা কিন্তু আপনার শরীর মনে পৃথক পৃথক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। একটা ভালো প্রতিক্রিয়া এবং অপরটি খারাপ। কিংবা আমাদের নেতা নেত্রীর কথা ধরুন।

তাদের একটা কথা বা ডাক বিরাট বড় মিছিলের সৃষ্টি করতে পারে। পারে ভাঙচুর সৃষ্টি করতে কিংবা গড়তে। সুতারং কথার শক্তি অপরিসীম। আর সেই কথা বলাতে যদি আমরা সদাচারী হতে পারি, তাহলে আমরা অনেক অসম্ভব সম্ভব করতে পারবো। মূল ব্যাপারটা হচ্ছে কথা কিভাবে বলবো সেই ভাবনা।

বলবেন - কথা বলবো তাতে আবার ভাবনা চিন্তার কি আছে? কিন্তু একটু ভেবে দেখুন তো একটা সাজানো ফুলের বাগান আর একটা আগাছা ভরা প্রাঙ্গন কোনটা সুন্দর লাগবে? সাজানো ফুলের বাগান হচ্ছে আমাদের গোছানো কথা , সুন্দর করে বলা কথা। আপনি একটু ভেবে দেখুন আপনার কথায় কোন কোন সময়ে:: লোকে প্রভাবিত হয়েছে মানুষ ক্ষিপ্ত হয়েছে মানুষ পরিবর্তিত হয়েছে মানুষ খারাপ কাজ করেছে মানুষ ভাল কাজ করেছে একটা লিস্ট তৈরী করে ফেলুন । দেখবেন নিজের কাছেই অবাক লাগবে আপনার কথার প্রভাব দেখে। সদাচারন ও সুন্দর কথার মাধ্যমে আসলে আপনি পৃথিবীর পরিবর্তনে ভূমিকা রাখতে পারেন । এটা চর্চার বিষয়।

আপনার সুন্দর কথা কি করতে পারে? ১। আপনার সাথে অপরের সম্পর্ককে স্থায়ী করতে পারে। ২। আরেকজন মানুষকে প্রভাবিত করার মাধ্যমে আপনি নিজের উন্নতি নিশ্চিত করতে পারেন। ৩।

যে কাজ অসম্ভব মনে হয়ে তা সহজে সম্ভব হতে পারে। ৪। নতুন নতুন ভালো সম্পর্ক তৈরী হতে পারে। ৫। জীবন যুদ্ধে আপনি অবশ্যই একধাপ এগিয়ে থাকবেন , কারন আপনি সদাচারী , সুন্দর করে কথা বলেন।

তাহলেদেখা যাচ্ছে সুন্দর করে কথা বলা একটা আর্ট । এই আর্ট রপ্ত করার জন্য আপনাকে কোথাও ভর্তি হবার প্রয়োজন নেই। আপনি নিজেই একটা লিস্ট তৈরী করুন আপনার কথার প্রভাব নিয়ে। আপনার কথার খারাপ প্রভাব ও ভালো প্রভাব সম্পর্কে একটা ধারনা আপনার তৈরী হয়ে যাবে। আপনার কথার স্টাইল সেই অনুযায়ী পরিবর্তন করুন।

চেষ্টা চালিয়ে যান। অনেকে বলে সে ভালো করে কথা বলতে পারে না। এটা ভুল ধারনা। আপনি যদি জানেন আপনি কেন সুন্দর করে কথা বলবেন, তাহলে অবশ্যই আপনি তা করতে পারবেন। সুন্দর করে কথা বলার জন্য আমরা যা করতে পারি তা হলো : : আমরা কথায় আঞ্চলিকতা পরিহারের চেষ্টা করতে পারি।

যদিও এটা একটা কঠিক কাজ , কিন্তু আপনি শুরু করতে পারলে দেখবেন ভালো লাগবে। : নিজেদের কথার দিকে সবসময় নজর রাখতে পারি। অহেতুক কথা পরিহার করার চেষ্টা করতে পারি। পবিত্র কোরানে আল্লাহতায়ালা বলেছেন: -একটি ভালো কথা এমন একটি ভালো গাছের মতো, যার শিকড় রয়েছে মাটির গভীরে আর শাখা-প্রশাখার বিস্তার দিগন্তব্যাপী , যা সারা বছর ফল দিয়ে যায়। --সূরা ইব্রাহীম:২৪ আসুন রমজান মাসে আমরা ভালোভাবে কথা বলার চেষ্টা করি, নিজেদেরকে সদাচারী হিসাবে গড়ে তোলার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।