সৃষ্টির সেরা হবার জন্য মানুষের যে গুনাবলীগুলো প্রয়োজন তার অন্যতম হল সদাচারণ। সদাচারণ মানে ভালো আচরণ তা আমরা সবাই জানি। যা জানি না তা হচ্ছে সদাচারণ করার প্রকৃতি ও গুরুত্ব। শুধুমাত্র বাহ্যিকভাবে একজনকে সুন্দর বেশভুষায় দেখলেই কি আমরা তাকে সুন্দর মানুষ বা সদাচারী মানুষ হিসাবে গন্য করতে পারি? সবসময় আমাদের ধারণা সঠিক নাও হতে পারে। কারন সদাচারণ একজন মানুষের কথা , চিন্তা, কাজকর্ম ইত্যাদী সবক্ষেত্রে ব্যাপ্ত হতে হবে।
অর্থ্যাৎ সদাচারণ হচ্ছে একজন মানুষের সার্বিক জীবনের সার্বিক কথা কাজের প্রতিফলন। আসুন দেখি একজন মানুষের জীবনে সদাচারণ কোন কোন ক্ষেত্রে প্রকাশ হওয়া উচিত :
কথায়
কাজে
আচার আচরনে
চিন্তায়
কথায় আমরা কিভাবে সদাচারী হতে পারি? আমরা সবাই কথা বলি । কথা বলা ছাড়া আমরা আমাদের মনভাব প্রকাশ করতে পারি না। কিন্তু কথাটা আমরা কিভাবে বলি কখনো ভেবেছেন ? বলবেন - কথা বলবো তাতে আবার ভাবনা চিন্তার কি আছে? কিন্তু একটু ভেবে দেখুন তো একটা সাজানো ফুলের বাগান আর একটা আগাছা ভরা প্রাঙ্গন কোনটা সুন্দর লাগবে? সাজানো ফুলের বাগান হচ্ছে আমাদের গোছানো কথা , সুন্দর করে বলা কথা। আপনি কখনো চিন্তা করেছেনকি আপনার কথায় কোন কোন সময়ে::
লোকে প্রভাবিত হয়েছে
মানুষ ক্ষিপ্ত হয়েছে
মানুষ পরিবর্তিত হয়েছে
মানুষ খারাপ কাজ করেছে
মানুষ ভাল কাজ করেছে
একটা লিস্ট তৈরী করে ফেলুন ।
দেখবেন নিজের কাছেই অবাক লাগবে আপনার কথার প্রভাব দেখে। সদাচারন ও সুন্দর কথার মাধ্যমে আসলে আপনি পৃথিবীর পরিবর্তনে ভূমিকা রাখতে পারেন । এটা চর্চার বিষয়। আপনার সুন্দর কথা কি করতে পারে?
১। আপনার সাথে অপরের সম্পর্ককে স্থায়ী করতে পারে।
২। আরেকজন মানুষকে প্রভাবিত করার মাধ্যমে আপনি নিজের উন্নতি নিশ্চিত করতে পারেন।
৩। যে কাজ অসম্ভব মনে হয়ে তা সহজে সম্ভব হতে পারে।
৪।
নতুন নতুন ভালো সম্পর্ক তৈরী হতে পারে।
৫। জীবন যুদ্ধে আপনি অবশ্যই একধাপ এগিয়ে থাকবেন , কারন আপনি সদাচারী , সুন্দর করে কথা বলেন।
তাহলেদেখা যাচ্ছে সুন্দর করে কথা বলা একটা আর্ট । এই আর্ট রপ্ত করার জন্য আপনাকে কোথাও ভর্তি হবার প্রয়োজন নেই।
আপনি নিজেই একটা লিস্ট তৈরী করুন আপনার কথার প্রভাব নিয়ে। আপনার কথার খারাপ প্রভাব ও ভালো প্রভাব সম্পর্কে একটা ধারনা আপনার তৈরী হয়ে যাবে। আপনার কথার স্টাইল সেই অনুযায়ী পরিবর্তন করুন। চেষ্টা চালিয়ে যান। অনেকে বলে সে ভালো করে কথা বলতে পারে না।
এটা ভুল ধারনা। আপনি যদি জানেন আপনি কেন সুন্দর করে কথা বলবেন, তাহলে অবশ্যই আপনি তা করতে পারবেন।
পবিত্র কোরানে আল্লাহতায়ালা বলেছেন:
-একটি ভালো কথা এমন একটি ভালো গাছের মতো, যার শিকড় রয়েছে মাটির গভীরে আর শাখা-প্রশাখার বিস্তার দিগন্তব্যাপী , যা সারা বছর ফল দিয়ে যায়। --সূরা ইব্রাহীম:২৪
রমজান মাস যেহেতু ট্রেনিং এর মাস, আসুন আমরা সেই সুযোগ গ্রহন করি । নিজেদেরকে গড়ে তুলি সৃষ্টির সেরা হিসাবে।
ধন্যবাদ। আগামীকাল আবার দেখা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।