আমাদের কথা খুঁজে নিন

   

ইয়েমেনের প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা

ইয়েমেনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সালেম বাসিন্দবাকে হত্যার উদ্দেশ্যে তার গাড়িবহরে হামলা চালিয়েছে অজ্ঞাত হামলাকারীরা। তবে কোনো ধরনের আঘাত ছাড়াই রক্ষা পেয়েছেন তিনি।

এ ঘটনা ঘটে শনিবার সন্ধ্যায় রাজধানী সানায় অফিস থেকে বাসায় ফেরার পথে।

প্রধানমন্ত্রীর গাড়িবহর লক্ষ্য করে অপর একটি গাড়ি থেকে গুলিবর্ষণ করে অজ্ঞাত হামলাকারীরা, তবে এতে কেউ আঘাত পায়নি বলে জানিয়েছেন বাসিন্দবার উপদেষ্টা আলী আল সারারি।

এদিকে হামলাকারীদের ব্যবহৃত গাড়ির নাম্বার বাসিন্দবার দেহরক্ষীরা টুকে রেখেছেন এবং ওই নাম্বার অনুযায়ী গাড়িটি খুঁজে বের করার চেষ্টা করছে নিরাপত্তা বাহিনী,জানিয়েছেন সারারি।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।