আমাদের কথা খুঁজে নিন

   

ইয়েমেনের প্রতিরক্ষা দফতরে বোমা হামলা, নিহত ২০

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবনে ধারাবাহিক বোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছে। রাজধানী সানার বাব আল-ইয়ামান এলাকায় গতকাল ভবনের মূল গেটে এক আত্দঘাতী হামলাকারী গাড়িবোমা নিয়ে ঢুকে পড়ে। এরপর সশস্ত্র সন্ত্রাসীরা মন্ত্রণালয় ভবনে ঢুকে নিরাপত্তা কর্মীদের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, বেশির ভাগ বন্দুকধারী নিহত হয়েছে এবং পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে কোনো গোষ্ঠী গতকালের ওই হামলার দায়িত্ব স্বীকার না করলেও কর্মকর্তারা এ হামলার জন্য সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদাকে দায়ী করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, সকালে দিনের কাজ শুরু হওয়ার পর পরই মন্ত্রণালয়ের গেটে আত্দঘাতী গাড়িবোমা হামলা হয়। এ বোমা বিস্ফোরণের শব্দ শত শত মিটার দূর থেকেও শোনা যায়। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। কেউ কেউ প্রথম বিস্ফোরণের পর আরেকটি বিস্ফোরণেরও খবর পেয়েছেন। এসব বিস্ফোরণের পর সশস্ত্র ব্যক্তিরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ঢুকে পড়ে।

তবে নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় বন্দুকধারীদের সবাই নিহত হয়েছে। প্রসঙ্গত, ইয়েমেনের নিরাপত্তা বাহিনী আঞ্চলিক বিদ্রোহী বাহিনী ও আল-কায়েদার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে। একই সঙ্গে সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা ও দফতর নিয়ন্ত্রণের জন্য লড়াই করতে হচ্ছে তাদের। ২০১১ সালে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর ক্ষমতাচ্যুতির পর থেকেই দেশটি সংকটের মধ্যে রয়েছে। আলজাজিরা।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।