আমাদের কথা খুঁজে নিন

   

ড্রোন হামলা নিষিদ্ধ করল ইয়েমেনের সংসদ

মার্কিন ড্রোন হামলা নিষিদ্ধ করে ইয়েমেনের জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে। এছাড়া, দেশটির সংসদ সদস্যরা মার্কিন ড্রোন হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন।

ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা জানিয়েছে, রোববার সংসদ সদস্যদের ভোটে জাতীয় সংসদে এ বিল পাস হয়।

বার্তা সংস্থা সাবা’র খবরে বলা হয়েছে, সংসদ সদস্যরা যেকোনো আগ্রাসন থেকে দেশের জনগণকে রক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন এবং ইয়েমেনের আকাশসীমার সার্বভৌমত্ব সুরক্ষার কথা তুলে ধরেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইয়েমেনের একটি বরযাত্রীবাহী গাড়ির ওপর মার্কিন ড্রোন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রে অন্তত ১৭ জন নিহত হয়। এরপর দেশটির সংসদ ড্রোন হামলা নিষিদ্ধ করে জাতীয় সংসদে এ বিল পাস করল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।