ঝড়গুলো এগিয়ে এলেই আমার পিছিয়ে পড়ার সমূহ সম্ভাবনা
দেখা দেয়। কিছুটা জিরিয়ে নিয়ে আমি আবার চলি। আপাততঃ
গন্তব্য বসন্তপুর। একটা কোকিল যুদ্ধ করছে কাকের সাথে ,কিংবা
একটা শিমুল ঝরে পড়ছে পথচারীর মাথার উপর ; এমন অপ্রস্তুত
দৃশ্যাবলি দেখে আমি আশ্বস্থ হই। এখনও পৃথিবীতে দখলের বিস্তার
উষ্ণ রেখেছে জীবের মন - তা ভেবে আমি নিজেকে সংযত করি।
যেতে যেতে উষ্ণ উজানে , আমি কিভাবে স্রোতগুলোকে করায়ত্ব
করেছিলাম , সেকথা খুব মনে পড়ে যায়। বৈঠা হাতেই ছিল আমার।
আর ভরাট কন্ঠে ছিল মুর্শিদা গানের পয়ার .........
বৈঠার টানে হু হু নামে করে যাও জিকির
ও মাঝি ভাই মুর্শিদ ধ্যানে লক্ষ্য রাখো স্থির ।
ছবি - ব্র্যান্ডি এলকিন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।