আমাদের কথা খুঁজে নিন

   

====***এ কেমন বিষবৃক্ষ!***====

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।
কালো মানেই কৌতূহল। ঐশী কৌতূহল মেটাতেই হোক আর জীবনকে উপভোগের সরঞ্জাম হিসেবেই হোক, বেছে নিয়েছে কালোকে। কালোর কাছে আলোর এই হেরে যাওয়ার কারণ বলেছেন মানবাধিকার কর্মী মাহমুদা খাতুন। ‘কারণ আমরা তাকে সুশিক্ষা দিতে ব্যর্থ হয়েছি।

আমরা তাকে সুপথে পরিচালিত করতে ব্যর্থ হয়েছি। ঐশী দিয়ে এই অন্ধকারে পদযাত্রার শুরু হলো। এই ঐশী আমার হতে পারত। আমি তাকে নৈতিকতা, মূল্যবোধে সুশিক্ষিত করে তুলতে পারিনি। এমনকি জীবনবোধের সঠিক ধারণাও দিতে ব্যর্থ হয়েছি তাকে।

এ দায় একা স্বপ্না-মাহফুজের নয়। এ দায় সমাজের। এ দায় রাষ্ট্রের। আমরা তাকে শেখাতে পারিনি। আমরা তাকে দেখাতে পারিনি সুনীল আকাশ।

খোলা মাঠ। এর বদলে তার হাতে তুলে দিয়েছি যন্ত্র। সে যন্ত্রে ছোট্ট মনিটরে আকাশ দেখে। ছোট্ট কিবোর্ড আর মাউস তার খেলার সাথী। এমনকি আমরা তাকে এটাও জানতে দেইনি যে, তার পাশেই বস্তিতে যে ছেলে বা মেয়েটি আছে, সে দু’বেলা খেতে পেল কি না।

কর্মজীবী বাবা-মা তার প্রিয় সন্তানের নৈতিক-অনৈতিক সব আবদার রক্ষা করছেন। ভুলেই যাচ্ছেন কী তার হাতে তুলে দেয়া উচিত, কী উচিত নয়। কোন উপকরণ কী পরিমাণে সন্তানের হাতে দিতে হয় কোনো কোনো সময় সে কথাও ভুলে যাচ্ছেন তারা। অর্থের পেছনে ছুটতে ছুটতে সন্তান নামের এই সম্পদটিকে আমরা ফেলে রাখছি অরক্ষিতভাবে। সমাজও এর জন্য কম দায়ী নয়।

আগে আমরা এত ডিজে পার্টি আর কাব দেখিনি। এখন অহরহ চোখে পড়ে এগুলো। অবাধে চলে এখানে ড্রাগের বিকিকিনি। আইনশৃঙ্খলা বাহিনী কী এক অজানা কারণে টেরও পাচ্ছে না। সমাজের এই অবস্থার জন্য কিছুটা হলেও দায়ী ধর্মের অনুশাসন না মানার প্রবণতা।

প্রতিটি ধর্ম মানুষকে শিক্ষা দেয় স্থিতিশীলতার। সহনশীলতার। কিন্তু আমাদের মধ্যে ধর্মের প্রতি বিরূপ মনোভাব এখন বেশ সক্রিয়। এটাও সামাজিক অস্থিরতার আর একটি কারণ। আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে ধর্মীয় শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে।

প্রয়োজন আছে পারিবারিক শিক্ষারও। সমাজে সুশিক্ষা বিস্তার করতে পারলে এই বিষবৃক্ষ হয়তো পুরোপুরি নির্মূল হবে না। কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে। ’ বিষবৃক্ষই বলি। আর সুনামি ঝড়ই বলি।

একে প্রতিরোধ করা না গেলে এক দিন এই বৃক্ষই গ্রাস করে নেবে গোটা সমাজকে। তখন সচেতন করার মতো আর কেউ হয়তো এই সমাজে অবশিষ্ট থাকবে না। ঝড়ের যে কালো গোটা সমাজকে গ্রাস করছে, তার হাত থেকে আমাদের সন্তানকে বাঁচাতে খুব বেশি সময় হাতে নেই আমাদের। আমরা আশাবাদী। ঝড়ের কালো কখনোই রবির আলোর বিরুদ্ধে জয়ী হবে না।

লিখেছেনঃ নাহিদ আনজুম সিদ্দিকী http://www.dailynayadiganta.com
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.