আমাদের কথা খুঁজে নিন

   

পান্তা

আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না!

আমায় তুমি সবার চেয়ে আপন বলেই জানতা একদিন না দেখলে আমায় শব্দ করে কানতা আমায় খুসি করতে তুমি দূধের পায়েস রানতা আচল দিয়া ঢাইকা আমায় খাওয়াইতে তা আনতা যখন যেটা বলি সেটা এক কথাতেই মানতা আমায় আপন করতে তোমার কাছেই সুধু টানতা সেই তুমি আজ কেমন করে বদলে গেলে শান্তা তোমার কথা ভাবলে গরম ভাত হয়ে যায় পান্তা ।।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।