আমাদের কথা খুঁজে নিন

   

চোরকাঁটার পান্তা উৎসব



বাঙালী নাকি শুধু ইলিশে ও পান্তায়; বাজারে আগুন মাছে; বধু অভিমান তাই শুটকীর ভর্তাতে পায় নাকো গন্ধ; ওয়াসার পানি কলে , তাই নাক বন্ধ। লাল সাদা ডুরে শাড়ি; দেশীয় পোষাক তাই; খোলামেলা পিঠে পেটে বড়ই আমোদ পাই কাকভোরে ললনারা ভিড় করে রমনায়, 'দিল মে লাগাকে চাকু!' প্রাণ করে হায় হায়! প্রবেশ-বাহির দ্বারে ঠেলাঠেলি রোমিওর চিকনে পকেট কাটে দু-চার 'হেরুনখোর! কালো চশমায় র‌্যাব, ইশটাইল খাসা পায়; এদিক ওদিক চোখ, কে কাকে দেখে হায় দিনভর হাঁটাহাঁটি, কান ফাটে বাজনায় অসুর বসানো গলে- সেও আজ গান গায়! পান্তা ও সানকীতে সয়লাব পথ ঘাট; মুখোশের নাগরিক, জীবনে- বছরি হাট। চোরকাঁটা তবু দেখে উছল রঙ ও মন আসুক ফিরে আবার, বছর পেরিয়েএ ক্ষণ। শুভ নববর্ষ ১৪১৬


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।