আমাদের কথা খুঁজে নিন

   

পান্তা ইলিশ.....................



একটা গল্প শুনেছিলাম অনেক দিন আগে। গল্পটা ছিল অনেকটা এমন : এক দজ্জ্বাল মহিলা তার স্বামীকে সব সময় পান্তা খেতে দিত আর নিজে গরম গরম ভাত রান্না করে মজা করে খেত। এদিকে স্বামী বেচারা তা দেখতো আর আফসোস করতো এই বলে " ইসসসস আমি যদি একটু গরম ভাত খেতে পারতাম " বেচারা স্বামী নিজের মনের কষ্ট লুকাতে স্ত্রীকে শুনিয়ে শুনিয়ে বলত " পানি পান্তা জল, তিন মর্দের বল " । এদিকে স্ত্রী মনে মনে চিন্তা করছে " এই বেটাকে পানি ভাত দেই আর বেটা দেখি বল পাচ্ছে পানি ভাত খেয়ে, ব্যপারটা কি !?!?" তাই স্ত্রী বলল " আমি অভাগী গরম খাই কোন সময় যানি মইরা যাই।" পান্তা নিয়ে এরকম অনেক মজার গল্প আছে.. আপনারা যানেন নাকি এরকম কোন গল্প। আজ আমাদের বাসায় এরকমই পান্তা ইলিশের আয়োজন করা হয়েছিল।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।