কলকাতা :
হিমালয়ের বরফ দ্রুত কেন গলছে তা নিয়ে যৌথ গবেষণা শুরু করতে যাচ্ছে ভারত আর চীন সরকার। সম্প্রতি এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী জয়রাম রমেশ।
তিনি জানান, ভারতের সুস্পষ্ট বিদেশনীতি মেনেই চলবে ঐ গবেষণা। তবে ভারতের বিদেশ নীতি মেনে যৌথ গবেষণা চললেও চীনের বিজ্ঞানীদের ভারত এলাকার হিমবাহে চড়ার অনুমতি দেওয়া হবে না। দুই দেশের বিজ্ঞানীরা নিজেদের সংগৃহীত তথ্য নিজেদের সীমানা থেকে সংগ্রহ করে তা বিনিময় ও বিশেষজ্ঞ পরামর্শ করতে পারবে।
হিমালয়কে এশিয়ার জলের ট্যাঙ্ক বলা হয়। সেখান থেকেই এশিয়ার মুখ্য নদীগুলোর স্বাদু জল আসে। তাই এই ধরনের যৌথ গবেষণার গুরুত্ব অনেক বেশি।
ভারতের গঙ্গা এবং চীনের ইয়াঙজি’র মতো বিশ্বের বড় সাতটি নদীর জল আসে এই ভারত-চীন হিমবাহ থেকে। এরমধ্যে রয়েছে সিন্ধু, ব্রহ্মপুত্র, ইয়াঙজি, হোয়াংহো, মেকঙ্, লাসা এবং গঙ্গা।
বিশ্ব জনগোষ্ঠীর ব্যবহৃত পাণীয় জলের ৪০ শতাংশ স্বাদু জল সরবরাহ করে এই সাত নদী। তাই গবেষণাটি বিজ্ঞানীদের সঙ্গে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক মহল। গবেষণাটির শেষ শীলমোহর দিতে এই মাসেই চীন সফর যাচ্ছেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।