আমাদের কথা খুঁজে নিন

   

আমি দ্রুত বড় হত চাই

বলব না

আমি দ্রুত বড় হত চাই তোমার হাতের দোলায় আজি নবপ্রভাতের আঙিনা থেকে ঝরে পরে ফুল অজস্র মানুষের বেদনার মালা গাঁথা হতে থাকে চারিদিকে সময় বড় দুর্লভ আজিকে, তোমার চরণে নিবেদিত প্রাণগুলি আজ নিস্তেজ ভালোবাসা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে আছে এখানে সেখানে৷ নির্মল কর মুক্ত কর তাদের আর্তনাদের বিচ্ছেদ ঘনিয়ে তোলো ফুল ফুটিয়ে তোলো, হাসিতে ভরিয়ে তোলো৷ প্রাণে প্রাণে সঞ্চার কর প্রগতির ধারা, লেখা হবে তোমার নাম কোনো এক ইতিহাসের পাতায় চর্চা তো হবে না তুমি তো জিতবে পারবে না অজস্র মানুষের আর্তনাদ আর কোলাহলে তুমি থাকবে চিরকাল৷ ওদের ছেড়ে চলে গেলে তুমি বাঁচবে কিভাবে তোমার রক্ত শূন্য শরীরে প্রাণ নেই হিংসা আর জটিলতার আবর্তে ভরা আকাশ তোমার অন্তরে নিত্য খেলা করে৷ তোমায় ভালোবাসতে ইচ্ছা করে, স্বার্থের দ্বন্দ্বে তলিয়ে যেতে চাই না অতলান্তে আজ থেকে শতবর্ষ পরেও থাকতে চাই আর তাই তো তোমাকে চাই৷ তোমায় নিয়ে ভাবতে চাই, নিরলস প্রয়াসে তুমি থেকো চিরকাল আমার পাশে৷ ভাগ বাঁটোয়ারা করে নেওয়া সম্পত্তিতে কোনো মতে দিন যাপন রঙিন স্বপ্ন আমার ওদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বপ্ন আমার ভাবনার কোল বেয়ে আমার স্বপ্ননদী করে পারাবার নিরলস পরিশ্রমের মাঝেই খুঁজে পায় মুক্তি৷ ইট কাঠ পাথরের এই প্রাণ বড় কোমল ভাবতে ভাবতে এক পাহাড় জমা হয়ে গেছে নিজেরই অজান্তে পাশাপশি প্রতিদ্বন্দ্বিতা করে চলেছে বেড়ে নিরন্তর সকলকে ছাপিয়ে যাওয়ার কোন এক অজানা হাতছানি গুটিকতক হাতের ভাগ করে নেওয়া এই বিশ্বে আমি দ্রুত বড় হত চাই ৷৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.