আমাদের কথা খুঁজে নিন

   

দ্রুত পঠন...

সবুজের বুকে লাল, সেতো উড়বেই চিরকাল টাইমের সময় কম, তাই চটজলদি কিছু লেখার লোভ সংবরণ করতে পারছি না। দুর্নীতির দায়ে ১৭ বছরের সাজা পাওয়া আসামী যখন দেশের কোতয়াল পদে অধিস্টিত হয়, তখন আইন শৃংখলা পরিস্থিতির অবস্থা কেমন হবে, সেটা বুঝাই যায়। এর উপর আবার হাইকোর্টের রায়ে এই মিয়া ভাইয়ের এম পি পদও বাতিল। অবাক কান্ড হলো, সুপ্রিম কোর্টে আজব আইনের বলে সেই রায়ের উপর নিষেধাক্ষা দিয়ে এই চোরটার ক্ষমতা পাকা পোক্ত করা হয়েছে। মাঝে মাঝে মনে হয়, আমাদের দেশের আইন আদালত হচ্ছে শামুক রাশি।

কোন মতেই সামনে আগায় না। মনে হচ্ছে সরকার পতনের আগে এই স্টে অর্ডারটা বহাল থাকবে। আর এই জঘন্য লোকটাও স্বীয় পদে বহাল তবিয়তে থাকবে। [ ঘোষনা দিয়ে সাগর রুনির হত্যাকারিদের পরিচয় উন্মুক্ত করার নামে, এমন বালখিল্যতা প্রমান করে যে, এরা কত অযোগ্য। স্বাধীনতার চেতনার নামাবলি ধারণ করা তথাকথিতরা এখন ব্লগেও থাকবে না।

আর বিবৃতিবাজিও করতে দেখা যাবে না। নপুংশকদের মত গর্তে সেধিয়ে থাকবে। দ্রুত পঠন ২ সাধারণ পাঠকরা এতদিন যা ধারণা করেছিলেন, এই কয়েকদিনের এক ব্লগিয় চোরঞ্জিতের লম্ফঝম্পে সেটাই সত্য বলে মনে হচ্ছে। অথচ এনিয়ে সামু কর্তৃপক্ষ শক্ত গলায় বিরোধীতা করেছিলেন ছিঃ ! প্রমানিত একটা লেখাচোরকে এভাবে আস্কারা দেবার ফলে ব্লগ কর্তৃপক্ষের মান সম্মান বাড়লো না কমলো ভেবে দেখার আহবান জানাচ্ছি। আমরা যতই সামুর পরিবেশ পরিচ্ছন্ন দেখতে চাই, ততই ব্যাক্তিগত খাতিরের কারনে দুই একটা জঘন্য ধরনের নোংরাকে সামুতে জামাই আদর করা হয়।

সত্যিই দুঃখজনক। দ্রুতপঠন ৩ আমাদের দেশে যারা ক্ষমতায় আরোহন করেন, তারা কি পণ করে গরুর রচনাই বারবার শোনাবার প্রতিজ্ঞা করে আসেন? দেশের আগে যা ঘটেনি (বৌদ্ধ মন্দিরে অগ্নি সংযোগ, বাড়িঘর লুট) ঈমন ঘটনার পর যখন সরকারের উচিত ছিল শক্তভাবে পরিস্থিতির তদন্ত করা, সেখানে একই ভাঙ্গা রেকর্ড বাজাতে সরকার প্রধানের কি এতটুকু লজ্জা হয়নি? অবশ্য সাজাপ্রাপ্ত আসামী কে আইনের প্রধান রক্ষক বানাতে পারে, তাকে দিয়ে কোন কিছুই অসম্ভব নয়। এতকিছুর পরেও তারা ভোট চাইবে। এমন কিছু মগজবিহীন নিরেট মস্তিকের লোক তাদের আবারও ভোট দিবে। এর পর একই কাহিনী ঘটলে অদৃশ্যের উপর দায় চাপিয়ে এরাই হায় হুতাশ করবে।

আজব এক জাতি আমরা। সাধারণ প্রতিবাদটুকুও আজ আমাদের দিয়ে হয় না।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.