Dream Today,Create Tomorrow........
সবাইকে ঈদের শুভেচ্ছা।
যায় দিন ভালো আর আসে দিন খারাপ................
আগে এই কথাটি প্রায়ই শুনতাম কিন্তু তেমন বুঝতাম না কি অর্থে বলা। এইবার বাড়ী গিয়ে চলে আসার পর উপলদ্ধি করলাম এর মর্ম। রোযা আসি আসি করে চলে গেল। ঈদে বাড়ী যাবো কি যাবো না তা-ই ঠিক ছিলো না।
শুধু আশায় থাকতাম এইবার ইনশাল্লাহ যাবো। সুযোগও চলে আসলো। ঈদের প্রায় পাঁচদিন আগেই বাড়ী গেলাম। মা-বাবার কাছে যাবো যাবো এই যে এক সুখ লালন করতাম প্রতিদিন তাও ফুরিয়ে গেল বাড়ী যাবার সাথে সাথে। সারাদিনের শত ক্লান্তি মুছে গেলো মা'কে জড়িয়ে ধরে।
তখন থেকে আবার শুরু হলো ঈদের দিন গোনা। ঈদ আসবে আসবে, এই এক আনন্দময় প্রতীক্ষার।
এবার ঈদের আগে বেশ ছুটি পেয়েছিলাম সৌভাগ্যক্রমে কিন্তু কোন দিক দিয়ে যে চলে গেলো টের-ই পেলাম না। ঈদের পর ছুটি ছিল মাএ দু'দিন। মা'কে যখন-ই চলে যাবো বললাম মায়ের মুখটা মলিন হয়ে গেলো।
আমার দিকে চেয়ে বললো "আঃ আর কয়দিন থাকলি!!!!। কিছুই তো করতে পারলাম না। কি খাইলি। ধুর আমার ভাল্লাগেনা। আর একদিন থাকা যায় না?"
আমি মায়ের আকুলতা বুঝি।
আমারও যে হৃদয় কাঁদে, হৃদয়ের রক্তক্ষরণ হয় তাদের ভালোবাসার জন্য বুঝতে দেই না মা'কে। এমনিতেই কত চিন্তা করে আরও কষ্ট বাড়িয়ে লাভ কি........!!!
কতদিন পর অনেক বন্ধু-বান্ধবের সাথে দেখা হলো। অনেক অড্ডাবাজি, মজা করলাম সবাই মিলে। আবার কবে দেখা হয় জানি না। মজার ব্যাপার হলো যাদের সাথে বাড়ী গিয়ে দেখা হলো, এত্তো মজা করলাম তাদের বেশীর ভাগ বন্ধু এই ঢাকাতেই থাকে কিন্তু কারও সাথে দেখা হয় না যান্ত্রিক ব্যাস্ততার জন্য।
মন্দের ভালো মিলেয়ে আল্লাহর রহমতে ভালোভাবেই চলে গেলো ঈদটা। জানি না সামনে কি অপেক্ষা করছে আমার জীবনে।
সবার মঙ্গল কামনা করছি আর আশা করছি পুরনো প্রবাদটা যাতে পরিবর্তন হয়ে যায়। যাতে সবাই তখন বলে
"গেলো দিন মন্দ আসে দিন ভালো। "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।