সময়কে কাধে নিয়ে চলো বন্ধু
আবার এলো রমযান। মুক্তির বারতা নিয়ে। প্রতিটি মুসলমান বছরের এই মাসটিতে আবদ্ধ হয় এক অন্যরকম ভ্রাতৃত্বের বন্ধনে। ধনী দরিদ্র সব মিলে যায় এককাতারে।
এবারের রমযান যেন সেই সুমহান বার্তার প্রতিফলন ঘটায়।
বিশ্বজুড়ে মানবতার বিভাজনে রমযান যেন হয় আলোকবর্তিকা। রমযান অবশ্যই আলোকবর্তিকা। কিন্তু আমরা বিপথগামী মানুষ তার যথেষ্ট ব্যবহার করতে জানি না।
রমযানে খুন রাহাজানিসহ যাবতীয় সামাজিক অপরাধ যেন নিয়ন্ত্রণে আসে এই হোক আমাদের কামনা। প্রতিটি মানুষ যেন বিদ্যুত ও দ্রব্যমুল্যের লাগামহীণ হয়রানি থেকে রক্ষা পায়।
সরকার সে ব্যপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করি।
রহমত বরকত আর মাগফিরাতের সওগাত নিয়ে রমযানকে স্বাগত জানাই। আহলান সাহলান মাহে রামাদান। খোশ আমদেদ মাহে রামাদান। কোরআন নাজিলের এমাস যেন আমরা যথাযথ কল্যানকর কাজে ব্যবহার করতে পারি সেই প্রত্যাশায় .........।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।