ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, ২৭ বছর বয়সী ওই অভিনেতা আগের চেয়ে নিজের লুক নিয়ে অনেক বেশি সচেতন হয়ে উঠেছেন।
কন্টাক্টমিউজিকের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, টোয়াইলাইট খ্যাত ওই অভিনেতা বর্তমানে হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা। আর জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিজেকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার বিষয়ে সচেতন হয়ে উঠেছেন তিনি।
এ বিষয়ে প্যাটিনসন বলেন, “আমি এখন নিজেকে নিয়ে চিন্তিত থাকি। আসলে যখন নিজের অসংখ্য ছবি দেখতে হয়, যার বেশিরভাগই তোলা হয় অপ্রস্তুতভাবে তখন নিজেকে নিয়ে বেশি ভাবতে হয়। টোয়াইলাইট সিনেমায় যখন প্রথম অভিনয় শুরু করি আমি তখন নিজেকে নিয়ে একদমই ভাবতাম না।”
তিনি আরও বলেন, “তবে এখন বাইরে যাওয়ার সময় পোশাক নিয়ে খুবই চিন্তিত থাকি আমি। দেখা যায় আমার পোশাক নির্বাচনের জন্যই অনেকটা সময় হাতে রাখতে হয়।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।