মালয়েশিয়ায় ট্রেড ইন বাংলাদেশ শীর্ষক তিনদিন ব্যাপী বাংলাদেশি পণ্যমেলা শেষ হয়েছে। গত বৃহস্পতিবার এ মেলা শুরু হয়ে গতকাল শেষ হয়েছে।
তিন শতাধিক পণ্যের আমদানির ওপর ‘শূন্য ট্যারিফ’ ঘোষণার পর প্রথমবারের মতো মালয়েশিয়ায় এই মেলা আয়োজন করা হয়।
মেলার প্রথম দু’দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ও শেষ দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত দর্শণার্থীদের জন্য উন্মুক্ত ছিল।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ১০টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে তিনদিনের এ মেলার উদ্বোধন করেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী তুন আব্দুল্লাহ বিন হাজী আহমাদ বাদাবি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।