আমাদের কথা খুঁজে নিন

   

চালক থেকে অধ্যাপক : প্রতিভার অনন্য দৃষ্টান্ত



আজ থেকে ২৯ বছর আগে তিনি ছিলেন ভারতের প্রখ্যাত পরমানু বিজ্ঞানী ও সাবেক রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের গাড়ির চালক। নাম কাথিরেসন (৪৭)। বাড়ি তামিলনাড়ু রাজ্যে। ১৯৮০ সালের কথা। কালাম তখন ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরির (ডিআরডিএল) বিখ্যাত বিগ্যানী।

কালাম তাঁর গাড়িচালক কাথিরেসনকে দারুন ভালবাসতেন। জীবনদর্শন কি, তা সব সময় বুঝাতেন তাকে। কাথিরেসন তখনো মাধ্যমিক পাস করেননি। কালাম তাঁকে পড়ালেখা করার উতসাহ দিতে থাকেন। তাঁর উতসাহে কাথিরেসন পড়াশুনা শুরু করেন।

তারপর এক এক করে উত্তীর্ণ হন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায়। তিনি স্নাতকোত্তর পাস করেন ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে। তারপর ইতিহাসে পিএইচডি ডিগ্রি লাভ করেন কাথিরেসন। এখন তিনি তামিলনাড়ুর আরিনগর আন্না সরকারি আর্ট কলেজের শিক্ষক। ৬ আগষ্ট অধ্যাপনার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।

সেলুট মি. কাথিরেসনকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.