"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার
ব্যক্তিগত একটা কারণে কয়েকদিন ভীষণ মন মেজাজ খারাপ ছিল। এই মানে ৩/৪ ইদন আজকেও দুপুর পর্যন্ত মনখারাপ রাখলাম এখন মনে হচ্ছে ছিঃ ছিঃ এ আমি কি করেছি!! আমার লজ্জা হওয়া উচিত অনেক ভেবে দেখলাম মন খারাপ মনখারপ বলে আর কত বিরক্ত নিজেকে করবো এখন নিজেকে একটু বিনোদন দেয়া উচিত। আমার কবিতা তেমন ভাল লাগে না মানে বুঝি না তাই ভাল লাগে না তারপরেও সবাই কবিতা লেখে দেখে আমারও লেখার শখ হয় কিন্তু পারি না তবে খেয়াল করে দেখেছি যারা কবি তারা অনেক কবিতা পড়ার অভ্যাস রাখে। তাই আমি এই কাজকর্মহীন বেকার মানুষটা একটি কবিতার বই হাতে নিয়া পড়িতে বসিলাম এবং নিম্নোক্ত কবিতাটি মনে ধরিল।
চালক
রবীন্দ্রনাথ ঠাকুর
অদৃষ্টেরে শুধালেম, চিরদিন পিছে
অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?
সে কহিল, ফিরে দেখো। দেখলাম থামি,
সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।