shamseerbd@yahoo.com
নঁওগা-জয়পুরহাট পাহারপুর বগুড়া ঘুরে ফিরতি পথে ভাবলাম প্রায়ই খবরের কাগজে যেহেতু দেখী আজ আমরাও একটু দেখে যায়।
টিভিতে দেখী শতশত উৎসুক মানুষ, একটা করে পাথরের স্লাব ভাঙ্গছে আর সবাই হইহই করে উঠছে । এভাবে চললে একসময় নাকি সিরাজগঞ্জ শহর শেষ হয়ে যাবে। হুমম দেখে মনে হল আসলেও তাই।
যমুনা ব্রীজ তৈরির সব সময় সবচেয়ে বেশী টাকা খরচ হয়েছিল নদী শাষনে- দুপাশে গাইড বাঁধ তৈরী করতে।
সিরাজগঞ্জে এই বাঁধ এলাকাটা হার্ড পয়েন্ট নামেই পরিচিত।
বাঁধের উপর চমৎকার রাস্তা.। এই পথে চলতেও লাগবে চমৎকার। অনেকটা কর্ণফুলীর মেরীন ড্রাইভের মত।
শেষ দিকে এসে চোখে পড়ল সেই ক্ষত।
চলছে একে রক্ষার নিদারুণ চেষ্টা।
একটা প্রশ্ন ঘুরে ফিরে এল - কত বড় বড় ব্রীজ কত দেশেইত তৈরী হয়- ওদের নীচেত এমন চর পড়েনা। আমাদের এমন হল কেন। নদী শাষনের মানটাইবা কেমন ছিল যে সিরাজগঞ্জ বাসীকে আজ নির্ঘুম রাত কাটাতে হবে।
যমুনা ব্রীজ ও সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের আশেপাশে তোলা কিছু ছবি-
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।