জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।
কবরস্থানে নিন্মোক্ত কাজগুলি করা বেদায়াত বা গুনাহে কবীরা। যথা----
১. কবরস্থানে আগরবাতি,মোমবাতি জ্বালিয়ে রাখা, গোলাপ জল ছিটানো।
২. কবরকে সিজদা করা বা দুহাত কপালে উঠায়ে সম্মান প্রদর্শন করা।
৩. মস্তক নিচু করে সালাম দেয়া বা ধুলা নেয়া।
৪. কবরকে চুম্বন করা। কবর স্থানে নিশান উড়ান ও বেদায়াত।
৫. কবরের উপর ফুলের মালা দেয়া।
৬. কবরের উপর গরু, ছাগল, হাস-মুরগী মানত করাও বেদায়াত।
৭. আল্লাহকে বাদ দিয়ে কবরের কাছে কিছু চাওয়া ও বেদায়াত।
৮. কবরে টাকা পয়সা দেয়া, ওরসাদি, গান বাজনা করা বেদায়াত।
৯. মাথায় লাল সালু বেঁধে কবর পূজা করা হারাম।
কবর জিয়ারতের দোয়া.............
আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মু'মিনীনা ওয়াল মু'মিনাতি ওয়াল মুসলিমীনা ওয়াল মুসলিমাতি ইয়াগফিরুল্লাহ লানা ওয়ালাকুম। আনতুম সালাফুল লানা ওয়া নাহনু বিল আছর।
....................................................................................................
* প্রথমে উপরোক্ত দোয়া পড়তে হয়।
তারপর সুরা ফাতিহা সহ বিভিন্ন সুরা পাঠ করে আল্লার কাছে তাদের গুনাহের মাগফিরাতের জন্য দোয়া করা।
* বুজ্জরগানে ওলামায়ে কেরামগন বর্ননা করেছেন, কবরের কাছে সুরা ইয়াছিন পড়লে কবরের আযাব থেমে যায়।
তাই আমরা পৃথিবীর যে প্রান্তে থাকিনা কেন আমরা যেন আমাদের মৃত মা-বাবা ও আত্বীয় স্বজনদের জন্য দোয়া করি।
আরো বিস্তারিত জানতে হলে এই ব্রগে ক্লিক করুন।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।