আমাদের কথা খুঁজে নিন

   

বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় আওরঙ্গ

রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সড়ক দুর্ঘটনায় নিহত সাবেক সংসদ সদস্য হেমায়েত উল্লাহ আওরঙ্গ।

গতকাল শরীয়তপুর জেলা স্টেডিয়ামে পঞ্চম দফা জানাজা শেষে ঢাকায় এনে এই বীর মুক্তিযোদ্ধাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের কফিনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সাবেক সংসদ সদস্য হেমায়েত উল্যাহ আওরঙ্গর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাংলা মোটরের বায়তুল মোবারক জামে মসজিদে।

তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় নয়াপল্টনের বিএনপি অফিসের সামনে। এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা অংশ নেন। পরে ধানমন্ডির নিজ বাসভবনের সামনে জানাজা শেষে হেলিকপ্টারে করে শরীয়তপুরের ডামুড্যায় নিয়ে যাওয়া হয়। আমাদের শরীয়তপুর প্রতিনিধি জানান, হেলিকপ্টারে করে সাবেক সংসদ সদস্যের লাশ ডামুড্যায় পেঁৗছালে কয়েক হাজার লোক সমবেত হন। তারা তাদের নেতার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পরে শরীয়তপুর জেলা স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয় তার লাশ। সেখানে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা জ্ঞাপন করা হয়। স্টেডিয়ামে অনুষ্ঠিত জানাজায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা এ কে এম এনামুল হক শামীম, আবদুর রব মুন্সি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রবসহ ১০ হাজারের বেশি লোক অংশ নেন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.