আমাদের কথা খুঁজে নিন

   

মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবার বিষয়ে একটা মিথ।

http://www.choturmatrik.com/blogger/আরণ্যক

অনেকের মনেই কৌতুহল মানব জাতির ভবিষৎ কি । দার্শনিক ভাবে বললে যেটা সৃষ্টি আছে - তার ধ্বংসও আছে । সুতরাং ধরে নেয়া যায় -- মানবজাতি একসময় ধ্বংস হয়ে যাবে। (সায়েন্টিফিক্যালি কারেক্ট কোন ষ্টেটমেন্ট না -- হা হা করে ছুটে আসার দরকার নেই অমরতা প্রেয়সীদের) আবারো একটু সুক্ষ ক্যাচেলের প্রশ্ন -- আমরা নাকি আমাদের ভবিষৎ জানি না । দুটা ব্যাপারে এখনই ভবিষৎ বানী করা যায় -- আমরা মারা যাবো -- আমাদের ভবিষৎ অনিশ্চিত ।

দেখা যাচ্ছে কিছু কিছু ব্যাপারে ভবিষৎবানি ঠিকই করা যাচ্ছে । যাক মূল বিষয়টা এটা না । ঠিক দিনক্ষন যদি স্থির করা যায় মহাবিশ্ব ধ্বংসের ?-- সবাই আমাকে পাগল বা আতেল দুটার একটা ঠাউরাবে নিশ্চিত । কিন্তু এমন একটা সঠিক সময় এমনকি মুহুর্ত নির্নয় এমন একটা মীথ আছে। আমি অবশ্য এটার স্রষ্টা নই ।

এই মীথের জন্যই এই পোষ্টের সুত্রপাত । মীথটা হলো : মহান বৌদ্ধ দাশর্নিক চাক সান বং দিব্য দৃষ্টি লাভ করেছেন । তার শিষ্যদের দান করে তাদের মহাবিশ্ব ধ্বংসের কাজে নিয়োগ করে গেছেন । তাদের কাজ হচ্ছে একটা স্তম্ভ থেকে অন্য আরেকটা স্তম্ভে সোনার চাকতি গুলো প্রতিস্থাপন করা। মোট সোনার চাকতি হচ্ছে ৬৪ খানা ।

শর্ত হচ্ছে > ১। একবারে কেবল একটা চাকতি সরানো যাবে । ২। প্রতিবার চাকতি সরানোর মানে হলো একটা স্তম্ভ সবচে উপর থেকে অন্য একটাতে নেয়া , যেখানে সরানো হলো সেখানে অন্য চাকতি থাকতে পারবে । ৩।

কোন ছোট চাকতি উপর বড় চাকতি বসতে পারবে না । প্রথম স্তম্ভ থেকে তৃতীয় স্তম্ভে শেষ চাকতি সরানো মাত্র --- সবশেষ । "লেট দেয়ার বি ডার্ক"! মানে মহাবিশ্ব খতম । একটু আইডিয়া পাবার জন্য ছবিগুলো দেখুন । প্রতিটা চাকতি সরানোকে ১ ধরলে আমাদের হাতে সময় থাকে (২ টু দি পাওয়ার ৬৪) - ১ ।

মানে 18,446,744,073,709,551,615 বার চাকতি সরাতে হবে । একটা চাকতি সরাতে ১ সেকেন্ড সময় লাগলে ৬০০ বিলিয়ন পৃথিবী বছর লাগবে । যাক মীথটা সতি মিথ্যা যাই হোক হাতে আমাদের অঢেল সময় আছে । Click This Link http://en.wikipedia.org/wiki/Tower_of_Hanoi ~~~~~~~~~~~~~~~~~~~ অট: কম্পু বিজ্ঞানের ছাত্র হিসাবে এ্যালগরিদমকেই সবচে মজার লাগতো । মনে আছে প্রথম বার এর প্রোগার্মিং সলুশন করার পর বাসার ছোটদের এসে শিখিয়েছিলাম।

ওরা বেশ মজা পেয়েছিলো । কম্পুবিজ্ঞানটা বেশ মজার সাবজেক্ট । এটা না থাকলে আমার অবস্থা শোচনীয় হতো । You do not really understand something unless you can explain it to your grandmother. - Albert Einstein অট+: এই জাতীয় আরেকটা গল্প মনে পড়ে -- এক রাজাকে এক মন্ত্রী ঘোল খাওয়ানো জন্য তাকে ৬৪ দাবার ছক ভর্তি চাল দিতে বলেন । মানে প্রথম ঘরে একটা চাল -- পরেরটাই দুইটা -- এর পরে চারটা -- এরপর ষোল -- এভাবে বাড়তে থাকবে ।

কেউ যদি এখনো না বোঝেন তবে ৬৪ খোপ কেটে চাল রেখে চেষ্টা করতে পারেন । অট++: চাক সান বং নামে কোন ব্যক্তি থাকলে তার সাথে কোন মিল নেহাতই কাকতালীয় । আর তার শিষ্যদের এত দিন ধরে চাকতি সরানোর ফলে কি পেলো বা তাদের অমরতা বিষয়ে কোন প্রশ্নের ব্যাপারে নো কমেন্ত পলেসি নেয়া হয়েছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.