আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধুর হত্যাকারী তো আজো ধরাই পড়েনি , ফাঁসি দেয়া তো দুর কি বাত

পরাজিত হতে হতে আমি উঠে দাড়িয়েছি এবার ফিরে যাবো না খালি হাতে, স্তব্ধতা আর সৌন্দর্যের পায়ে পায়ে এগিয়ে যাই যে কবি সে কখনো খালি হাতে ফিরে যেতে পারে না ।
একাধিক রেফারেন্স ( আদালতে দেয়া আসামী ও সাক্ষীদের রায়সহ) এর আলোকে আমি গতকাল লিখেছিলাম “ত্রিবেনী আর পুজির নষ্ট সঙ্গমে কিংবা স্টেনগানের ব্রাশ ফায়ারে লুটিয়ে পড়লেন বঙ্গবন্ধু” আমার ঐ পোষ্টানুসারে , মেজর নুর -Stop. This bustard has no right to live . Get aside চিৎকার করে তার স্টেনগান বঙ্গবন্ধুর বুকে তাক করে মাত্র ৭ ফুট দুরত্ব থেকে ১৮টি গুলি বর্ষন করেন । অন্যমতে, রিসালদার মোসলেম গুলি করেন । বঙ্গবন্ধুর হত্যাকারী এই মেজর (পরে লে.কর্নেল) নুর কি ধরা পড়েছে ? বরং তিনি নাকি বহাল তবিয়তে আছেন কানাডায় । কিংবা রিসালদার মোসলেম কি ধরা পড়েছে ? ইনি ভারতে নাকি আত্মগোপন করেছিলেন ।

সর্বশেষ তথ্য অনুযায়ী থাইলেন্ডে আছেন । আর ঐ দাম্ভিক মেজর ডালিম যে রেডিওতে ঘোষনা দিয়েছিল “আমি মেজর ডালিম বলছি , "স্বৈরাচারী শেখ মুজিবকে হত্যা করা হয়েছে ” সেকি ধরা পড়েছে ? জবাব হলো না । " এই ফাঁসির আসামি নিজ নামে একটা ওয়েবসাইটও পরিচালনা করেন । সর্বশেষ তথ্য অনুযায়ী কানাডায় আছেন । আর মেজরদের সাথে মোশতাক চক্রের লিয়াঁজো তথা অভ্যুথানের রাজনৈতিক দিক দেখতেন যিনি এবং ছিলেন হত্যা পরিকল্পনার অন্যতম কুচক্রী সেই মেজর (পরে লে.কর্নেল) রশিদ কি ধরা পড়েছে ? বিগত ফকরুদ্দিন সরকারের আমলে এই রশিদের একটা ইন্টারভিউ চ্যানেল আই’র তৃতীয় মাত্রা অনুষ্ঠানে প্রচার হয়েছিল ।

চ্যানেল আই’র জিল্লুর রহমান রশিদকে locate করতে পারেন কিন্তু আমাদের সরকার পারে না !!সর্বশেষ তথ্য অনুযায়ী, পাকিস্তানে আছেন । বিধায়, শিরোনামেই বলেছি-বঙ্গবন্ধুর হত্যাকারী তো আজো ধরাই পড়েনি , ফাঁসি দেয়া তো দুর কি বাত । তাই আমাদের দাবি, খুনি নুর-ডালিম-রশিদ গংদের দ্রুত গ্রেফতার করে দেশে এনে আদালতে হাজির করা হোক ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.