মিছিলের প্রথম পা -টি ছিল আমাদের ,
যে পা ঘাসের মুক্তো চেনে চিরদিন।
তোমার শুভ্র আকাশে কোন মেঘ ছিলনা
যেমন রুদ্রোজ্জ্বল দিন থাকে তোমার প্রতিদিন।
তোমাকে ভেঙ্গে আমরা একটা বহুতল ভবন গড়ব,
সেখানে দাঁড়িয়ে আমরা আযান দেব-
তারপর পুত-পবিত্র নগরে গড়ে তুলব অপবিত্র ঢেউ।
সহস্রবছর জননীর পাঁজরে বিষ বুনে বানিয়েছি মেশিন গান
তার তপ্ত বুলেটে তোমার আকাশ ঝরাবো এক আসমান রক্ত বৃষ্টি-
আমরা এক আসমান রক্তে ভিজে পবিত্র(!) হব পুনরায়।
তোমার গাঢ় কণ্ঠকে ছাপিয়ে আমরা তুলবো শিয়ালের হাঁক-
তোমার বুকের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি-
একরাত্রি অন্ধকারে সাঁটা এক পোস্টার সকাল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।