মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com
বন্ধু তুমি- তাই তোমাকে
'তুমি' করেই বলব বঙ্গবন্ধু!
পাইপের ধোঁয়া ছড়িয়ে
এই শোকার্ত দিনেও
তুমি শান্তির হাসি হাসতে পার
চারিদিকে চলছে তোমার নামে
দোয়া-মাহফিল, আলোচনা-সভা
তোমারই কন্যার নির্দেশ ও তার
দলের তত্ত্বাবধানে
মহল্লার মোড়ে আজও মাইকে
বাজছে বাগ্মী তোমার গমগমে
কণ্ঠে মার্চের স্বাধীনতার ডাক- জয় বাংলা!
তোমার এই যুগের সৈন্য-সামন্তরা
জবাবে উচ্চারণ করছে জয় বঙ্গবন্ধু!
তুমি সুখী হতেই পার- স্কুল-কলেজ-মাদ্রাসা
সর্বত্র আরোপিত হয়েছে আজকের কমসূচী
চে'র মতো বিপ্লবী না হলেও
তুমি ছিলে মহান সংগ্রামী
এতো কাল পরও তোমার সঙ্গে
চে'র যেন এক মিল খুঁজে পাচ্ছি
টি-শার্টে বন্দি চে
তুমি পড়েছ পলিটিক্সে
টি-শার্টওয়ালারাও খাই, পলিটিক্সওয়ালারাও খাই
তোমাদের বেচেই খাই
এই খাওয়া-খাওয়ির যুগে
চেলা-কমরেডবিহীন ভাসানীরা ভেসেই যাবেন
শেয়ার বাজারের মতো দরপতন হবে
এক সময়ের মূল্যবান নামগুলো
তুমি বিমর্ষ হতেই পার বঙ্গবন্ধু
তবু বলব ভালো আছো, ভালো থেকো!
১৫ আগষ্ট, ২০০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।