শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে...
মিনার রহমান, উদীয়মান এক সঙ্গীত শিল্পী। বয়সে তরুণ এই শিল্পী এবছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেছেন। গত বছরের মাঝামাঝিতে মিনারের একক অ্যালবাম "ডানপিটে" রিলিজ হয়। বয়সে তরুণ হলেও মিনারের গানে যথেস্ট মুন্শিয়ানার ছাপ রয়েছে। মিনার নিজেই গান গুলোর কথা লিখেছেন ও সুর করেছেন।
ডানপিটে থেকে একটা গানঃ
জানি
জানি তুই একলা পথের পথিক হয়ে হাটবি না
জানি তুই আমায় ভালো বাসবি না
জানি তুই একটা গানের গায়েন হয়ে গাইবি না গান
জানি তুই স্বপ্ন হয়ে ভাসবি না
জানি তুই রৌদ্র হয়ে আকাশটাকে ছুয়ে দিবি
বৃষ্টি হয়ে ঝরে পড়বি
চিলেকোঠার ঐ বারান্দাটাতে দাড়িয়ে
ঘুম ভাঙ্গানোর গান গাইবি। ।
জানি তুই জোছনা রাতে চুপটি বসে থাকবি না
জানি তুই একলা বসে কাদবি না
জানি তুই অন্ধকারে অন্ধঘরের একটি কোণে
নিঃস্ব হয়ে জেগে থাকবি না
জানি তোর কষ্টগুলো অশ্রু হয়ে ঝড়বে শুধু
স্বপ্ন হয়ে গান গাইবে না
চিড়ে ধরা ভালোবাসা একলা পড়ে রইবে জানি
মেঘেদের দল ছুতে চলবে না। ।
গানটি এখান থেকে ডাউনলোড করুন।
মিনারের অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন তাহসান।
আমার জানামতে অন্য কোন শিল্পীর জন্য এটাই তাহসান ভাইয়ের প্রথম সঙ্গীত পরিচালনা। এবং সে পরীক্ষায় যে তিনি কত ভালোভাবে উৎরে গেছেন, যারা মিনারের গান গুলো শুনেছেন তারা সহজেই বুঝতে পারবেন।
ডানপিটে'র সব গান শুনতে চাইলে এখানে ক্লিক করুন।
মিনার কিন্তু একজন কার্টুনিস্ট ও বটে! যারা নিয়মিত "উন্মাদ" পড়েন, তাদের প্রায় সবাই কার্টুনিস্ট মিনারের সাথে পরিচিত।
মিনারের আঁকা একটি কার্টুন
মিনার সম্পর্কে আরো জানতে এখানে ঘুরে আসুন।
যারা এখনও শোনেননি মিনারের গান, তাদের বলছি, একবার হলেও শুনে দেখুন, গান গুলো ভালোবেসে ফেলবেন মূহুর্তেই।
আর যারা মিনারের গান "ভালা পান" তাদের জন্য একটা সুসংবাদ আছে। মিনারের পরবর্তী অ্যালবাম রিলিজ হবে ২০১০ সালে। এতে সঙ্গীত পরিচালক হিসেবে তাহসান ও ফুয়াদের কাজ করার কথা রয়েছে।
মিনারের গান "সাদা"র মিউজিক ভিডিও
তাহলে চলুন, একটু ডানপিটে হই!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।