আমাদের কথা খুঁজে নিন

   

ডানপিটে এই মন....

স্বপ্নবাজ

যদি কোনদিন মনে হয় হঠাৎ দুপুরে, আমার কোন গান সুরে-বেসুরে, চাইলেও পারবে কি ভুলতে সেই সুর, নেই আমি কোনখানে এখন অনেক দুর, শুনবোনা তোমার গেয়ে ওঠা তখন, অনেক কেঁদে ক্লান্ত এখন ডানপিটে এই মন.... মন যদি পড়ে থাকে কোন স্বপ্নবাড়ী, দেখবে তার সবখানে আমার পায়চারী, পুরনো স্যাঁতসেঁতে দেয়াল কথা বলে, বেঁধে রাখা স্বপ্ন তোমার আঁচলে, পাবেনা আমাকে ডাকলে পাশে তখন, অনেক কেঁদে ক্লান্ত এখন ডানপিটে এই মন.... আমার জানালার কার্নিশে বসে সময়, অনেক ঘুরে ক্লান্ত এখন শান্ত,ঘুমায়, তোমার চারদিকে অনেক উচু দেয়াল, চাইনা দেখতে আসুক ভাঁঙ্গার খেঁয়াল, চাইনা থেমে যাক তোমার চলার ক্ষন, অনেক কেঁদে ক্লান্ত এখন ডানপিটে এই মন....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।