আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু চলে গেছে

বেঁচে আছি সপ্ন নিয়ে....................

বন্ধু চলে গেছে। আমাকে কিছু না বলেই সে ফিরে গেছে, তার নিঃসীম গন্তব্য আমার অজানা। বন্ধু চলে গেছে। আমার মনটা তাই আজ অনেক খারাপ। শুধুই মনে হচ্ছে আমি হয়ত পারতাম ওকে আটকাতে, ভালবাসার সিক্ত বাঁধনে জড়িয়ে রাখতে চিরটাকাল।

বন্ধু চলে গেছে আমাকে না নিয়েই, ডুবিয়ে দিয়ে গেছে স্মৃতির সাগরে অনন্তকালের জন্য। বন্ধু চলে গেছে তাই আজ মনে পড়ছে ভীষণ... খোলা মাঠে বসে অনন্তের সীমারেখায় চোখ রেখে আমরা কাটিয়ে দিয়েছি কত ঘন্টার পর ঘন্টা, পথ হেঁটেছি কত খালি পায়ে, চলে গেছি শিশির ভেজা রেললাইনটার উপর দিয়ে এক স্টেশন খেকে অন্য স্টেশনে। কত হেসেছি, ভালবেসেছি, কেঁদেছিও কত, কত ভাললাগা মন্দলাগাকে দুজনে মিলে মাড়িয়ে দিয়েছি উচ্ছৃংখল পদভারে। আমাদের পকেটে টাকা ছিল না, পরনের জামাটি ছিল বহু পুরাতন, স্যান্ডেল গুলি ছেঁড়া। আমাদের এলোচুল বেড়ে উঠেছে অযত্ন আর অবহেলায় তারপর ও কি দুর্দান্ত কেটেছিলো সেই সমযগুলো।

আহা! আরেকটিবার যদি ফিরে আসতো কখনো সেই আনন্দধারা, সেই চায়ের দোকান, সেই রংচা, সেই অর্ধেক সিগারেট! সেই খোলা আকাশের নিচে আরেবটিবার যদি এসে দাঁড়াতে পারতাম পাশাপাশি! বন্ধু চলে গেছে । আমি আটকাতে পারিনি। আমাকে কিছু না বলেই চাপা অভিমান নিয়ে সে ফিরে গেছে তার অজানা গন্তব্যে। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.