আমাদের কথা খুঁজে নিন

   

রবীন্দ্রনাথ, আইয়ুব বাচ্চু ও আমি

উল্টোচিন্তার কথকতা

গানও যে শিল্প আমরা কী তা ভুলতে বসেছি! ` আপনার আগের গানগুলোর মত এখনকার গানগুলোতে তেমন আবেদন নেই কেন? আমার এই প্রশ্নের উত্তরে সঙ্গীতশিল্পি আইয়ুব বাচ্চু বলেছিলেন `ঐ গানগুলোর সঙ্গে সঙ্গে তুমি বেড়ে উঠছো, তাই ওগুলো তোমার ভাল লাগছে। তার এই কথাটার সঙ্গে আমি একদমই একমত হতে পারিনি। আমি এই সময়ের বেশ কিছু ছেলেমেয়ের সঙ্গে কাছে আইয়ুব বাচ্চুর গাওয়া গান প্রিয় গানের তালিকা জানতে চেয়েছিলাম, তারা কিন্তু প্রায় সবাই, ফেরারী মন... চল বদলে যাই-এর মত গানগুলোর কথাই বলেছিল। আমি মনে করি শিল্পমানোত্তীর্ণ না হলে কোন গানই শ্রোতার ,মন অব্দি পৌছতে পারে না, মুখ থেকেই তা হারিয়ে যায়। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের চমৎকার একটি মন্তব্য এখানে স্মরণযোগ্য- `ফ্যাশানটা হল মুখোশ, স্টাইলটা হল মুখশ্রী। যারা নিজের মন রেখে চলে, স্টাইল তাদেরই। দশের মন রাখা যাদের ব্যবসা, ফ্যাশান তাদেরই'। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, ফ্যাশানের চাপে আইয়ুব বাচ্চুদের স্টাইলটা িক উবে গেছে। আসলে সব শিল্পিই গায়ক, কিন্তু সব গায়কই শিল্পি নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.