আমাদের কথা খুঁজে নিন

   

যেভাবে রাশিয়ার অস্ত্র কেনে সিরিয়া

পাশ্চাত্যের বয়কটের কারণে রাশিয়াই সিরিয়ার অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাওয়ার মূল ভরসা। আর রুশ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমেই দেশটি থেকে অস্ত্র কেনেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। রাশিয়ায় অবস্থান করে তাঁর এক মামা অস্ত্রবাবদ অর্থ পরিশোধের বিষয়টি দেখভাল করেন। পুরোনো মিত্র মস্কোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে দামেস্ক সাম্প্রতিক সময়ে অস্ত্রবাবদ অর্থ পরিশোধের পরিমাণ বাড়িয়েছে। রাশিয়ার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।

সিরিয়ায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা সহিংসতার প্রেক্ষাপটে আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়াকেই সবচেয়ে ঘনিষ্ঠ কূটনৈতিক মিত্র হিসেবে পেয়েছেন প্রেসিডেন্ট বাশার। সিরিয়ায় সরকারি বাহিনীর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের সর্বশেষ বড় অভিযোগটি ওঠার পর মস্কোর অবস্থানে বাশারের প্রতি রাশিয়ার ঘনিষ্ঠতার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। পরিচয় প্রকাশ না করার শর্তে রাশিয়ার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর একটি সূত্র রয়টার্সকে জানায়, সাম্প্রতিক মাসগুলোতে প্রেসিডেন্ট বাশার প্রায় ১০০ কোটি মার্কিন ডলার পরিশোধ করা শুরু করেন। এই অর্থের বিনিময়ে সিরিয়া চারটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাবে। এ ছাড়া ৫৫ কোটি মার্কিন ডলারের বিনিময়ে ৩৬টি ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমানের অর্ডারও দিয়েছে সিরিয়া।

সূত্রটি জানায়, ইতিমধ্যে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ২০ শতাংশ এবং প্রশিক্ষণ যুদ্ধবিমানের জন্য ১০ শতাংশের মতো অর্থ পরিশোধ করেছে সিরিয়া। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.