আমাদের কথা খুঁজে নিন

   

আতেল + আতলামি = আমাদের দুর্দশা

চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই ...

বাংলাদেশীদের যে চুরি করার একটা ভাল সুনাম আছে তা বাংলা সিনেমা দেখলেই আপনি পুরুপুরি বিশ্বাস করবেন; যদিও চুরিটা কখনই ভাল করতে পারেন না, . . . প্রথম লাইনটা পড়ে খারাপ লাগলেও আমাকে বকা দিতে পারবেন না কারণ আমি সত্যি বলেছি . . .? বাংলা সিনেমার পরিচালকদের কথা নাহয় বাদ দিলাম; এখন দেখা যাচ্ছে সয়ং প্রধানমন্ত্রীও চুরি করা শুরু করেছেন .. কি অবাক হলেন? ঠিক আছে ব্যাপারটা বুঝিয়েই বলি . . . . প্রধানমন্ত্রী একটা নিয়ম চুরি করেছেন ইউরোপ থেকে ১ ঘন্টা ঘড়ির কাটা বাড়িয়ে রাত ১১ টার সময় বাংলাদেশের ১২ টা বাজিয়েছেন, উদ্দেশ্য বিদূৎ সাশ্রয়, দিনের আলো অনেকক্ষন কাজে লাগানো; সবাই সকাল সকাল অফিসে যাবে বিকেলের আগেই বাসায় ফিরবে আর তারাতারি ঘুমাতে যাবে. . . এই ধারণাটা চিন্তা করা আমার মতে আতলামি; . . . কি অবাক হলেন? ঠিক আছে ব্যাপারটা বুঝিয়েই বলি . . . আমাদের দেশের মানুষ অফিসের নিয়ম অনুযায়ী অফিসে গেলেও ঘুমাতে যান কিন্তু ভারতীয় টিভি চ্যানেলের সময় অনুযায়ী ... আমি কি ভুল বললাম . . . ? আপনারা কি এই ব্যবস্থার সুফল পাচ্ছেন? না পাননি বরং লোডসেডিং আরও বেড়ে গেছে; এখন আর কোন নিয়ম নেই কখন বিদূৎ থাকবে আর থাকবে না . . . আতেল দের + আতলামি বন্ধ হোক = আমাদের দুর্দশা লাঘব হোক . . .

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.