চারদিকে আজ শোকের ছায়া। আকাশ বাতাস লাশের গনধে ভারী হয়ে আছে। আর আমি?
*হেলেভশিয়ায় কি খাব ভাবছি।
*ইনডিয়া না পাকিসথান জিতবে সে কথা ভাবছি।
*ঝড় নিয়ে কিছু একটা লিখতে হবে সে কথা ভাবছি।
*একটা কেমেরা কিনব , দুগত মানুষের ছবি তুলব সে কথা ভাবছি।
*আমাদের ভাষা ও সংসকৃতি নিয়ে একটা বই লিখব সে কথা ভাবছি।
* আমি আতেল হব সে কথা ভাবছি।
কেউ বলে দেবেন কিভাবে আতেল হওয়া যায়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।